সংবাদদাতা, বর্ধমান: দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল স্থানীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি র। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম চঞ্চল বক্সী। বয়স৩২।
জানা গিয়েছে এদিন পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম এর জঙ্গলের মধ্যে বাইক থামিয়ে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।
দুষ্কৃতীদের ছোঁড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রধানের ছেলে চঞ্চল বক্সীর শরীরে লাগে । গুলি চালিয়ে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয় ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় প্রধান এবং তার ছেলে লুটিয়ে পড়ে। চিৎকার চেঁচামেচি শুনে এলাকার মানুষ জড়ো হয় এবং দুরতো স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।
আরও পড়ুন : দিঘা থেকে কাকদ্বীপ বিপর্যস্ত জলোচ্ছ্বাসে, প্রাণে বাঁচলেন ছয় মৎস্যজীবী
জানা গিয়েছে আউসগ্রাম পঞ্চায়েত সমিতির দেবসালা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন বাবা শ্যামল বক্সী। জানা গিয়েছে এদিন দুপুরে দলীয় কর্মসূচি সেরে জঙ্গলের ভিতর দিয়ে দেবো শালা গ্রামে ফিরছিলেন বাইকে চেপে বাবা এবং ছেলে। সংখ্যায় প্রায় ৫ জন আততায়ী রাস্তা আটকে দাঁড়িয়ে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিতে বাইকে বসে থাকা প্রধানের ছেলে এবং স্থানীয় তৃণমূলের যুব সভাপতি চঞ্চল বক্সীর শরীরে লাগে। বাইক থেকে মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত এলাকার মানুষ জড়ো হয় এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র জাম তারায় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা জানান গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : কৃষ্ণনগরে ৭১ কোটি টাকায় পানীয় জল প্রকল্প
পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন যে এই খুনের পেছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের রয়েছে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তৃণমূলের স্থানীয় যুব সভাপতি চঞ্চল বক্সী কে। পাশাপাশি দুষ্কৃতীরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকেও খুন করার চক্রান্ত ছিল কিন্তু পেরে ওঠেনি। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে গেছেন প্রধান শ্যামল বক্সী। আমরা চাই প্রকৃত দোষীদের পুলিশ গ্রেপ্তার করুক এবং শাস্তি হোক। বিজেপির এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের বৃহৎ আন্দোলন আগামী দিন ভরে উঠবে। মৃত্যুর প্রতিবাদে আমাদের লড়াই চলবে।