কৃষ্ণনগরে ৭১ কোটি টাকায় পানীয় জল প্রকল্প

Must read

সংবাদদাতা, কৃষ্ণনগর: পুরএলাকার বাসিন্দাদের জন্য সুখবর। রাজ্য সরকারের আর্থিক বরাদ্দে কৃষ্ণনগর পুরসভার উদ্যোগে গঙ্গা থেকে পরিস্রুত পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন হবে চলতি মাসে। এখন কাজ চলছে দ্রুত গতিতে। এই প্রকল্পের জন্য দুটি ধাপে বরাদ্দ করা হয়েছে ৭১ লকোটে টাকা।

আরও পড়ুন : দিঘা থেকে কাকদ্বীপ বিপর্যস্ত জলোচ্ছ্বাসে, প্রাণে বাঁচলেন ছয় মৎস্যজীবী

সোমবার কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহা বলেন, ইতিমধ্যেই জোরকদমে কাজ শুরু হয়ে গিয়েছে। নবদ্বীপ ভাগীরথী নদী থেকে পরিশোধিত জল পাইপের মধ্যে দিয়ে কৃষ্ণনগর পুরএলাকায় আনা হয়েছে।পুরসভার প্রাক্তন চেয়ারপারসন অসীম সাহা বলেন, পুরসভার ৪২ হাজার পরিবারের মধ্যে এই জল সরবরাহ করা হবে। প্রায় দু’লক্ষ বাসিন্দা জল পাবেন। ইতিমধ্যেই জল সরবারাৈহের জন্য পাইপ বসানোর কাজও শুরু হয়ে গিয়েছে। পানীয় জল সরবাহের কাজ সম্পন্ন হলে মিটবে জলের সমস্যা। ফলে খুশি পুরএলাকার বাসিন্দারা

Latest article