বাগুইআটি জোড়া খুন কাণ্ড: মাস্টার-মাইন্ডের ফাঁসি চাইল অতনুর মা

Must read

সকালেই হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করা হয় বাগুইআটি (Baguiati Case) জোড়া খুন কাণ্ডের মাস্টার-মাইন্ড সতেন্দ্র চৌধুরীকে। সত্যেন্দ্রর গ্রেফতারির খবর মুহূর্তের মধ্যে চাউর হয়ে যায়। বাগুইআটিতে দুই কিশোরের বাড়িতেও সেই খবর পৌঁছয়। এরপরই কান্নায় ভেঙে পড়েন নিহত অতনু দে’র মা।

যে সতেন্দ্র তাঁর কোল খালি করেছে, সেই মূল অভিযুক্তের ফাঁসি চাইছেন অতনুর মা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “আমি তো ছেলেটাকে শেষবার চোখের দেখা দেখতেও পাইনি। ওকে যে খুন করলো তার ফাঁসি চাই।”

আরও পড়ুন: ইন্ডোরে পাল্টা লড়াইয়ের ডাক: নয়া স্লোগান- এজেন্সি নয়, চাকরি চাই

অন্যদিকে, ছেলের খুনির গ্রেফতারিরর পর কিছুটা যেন মানসিক শান্তি পেলেন অতনুর বাবাও। তিনি বলেন, “সরকার কথা রেখেছে। গ্রেফতার করা হয়েছে আমার ছেলের খুনিকে।ওর ফাঁসি হোক।” শুধু পরিবার নয়, অতনুর প্রতিবেশিরাও ধৃতের ফাঁসির দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, বাগুইআটি (Baguiati Case) জোড়া খুন কাণ্ডে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। প্রশাসনিক বৈঠকেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। ৭ দিনের মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেন। বাগুইআটি থানার আইসিকে ক্লোজ করার পাশাপাশি তদন্তভার দেওয়া হয়েছিল CID. দায়িত্ব নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত গ্রেফতার হল।

Latest article