প্রতিবেদন : আজ চা-বলয়ে মহা সম্মেলন। ব্যানার, ফেস্টুন, পোস্টারে শিলিগুড়ি থেকে মালবাজারে প্রচারে ঝড়। তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়ান (টিসিবিএসইউ)-এর এই সম্মেলনে উপস্থিত থাকবেন ১২০০ শ্রমিক। আগামী কাল রবিবার এই সম্মেলনের নির্যাস নিয়েই মালবাজারের আর আর স্কুলের মাঠে বেলা ১টায় হবে সমাবেশ। এই সমাবেশে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সম্মেলন কীভাবে পরিচালনা করা হবে? কারা করবেন?
আরও পড়ুন-আত্মহত্যা নয়
এই নিয়েই শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করে খুঁটিনাটি জানালেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হলদিয়া মডেলেই হবে শ্রমিক সম্মেলন। লটারি করে নাম নির্বাচন করা হবে। নেতৃত্ব যাঁরা তাঁরা কিছু কথা বলবেন এরপর বাকি গোটা দিনই সম্মেলনের প্রতিনিধিরা বলবেন। এর আগে কালচিনি এবং নকশালবাড়িতে চা-শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মসূচি। সেই সম্মলনেও চা-শ্রমিকদের সুবিধা, অসুবিধা প্রতিটি বিষয় তুলে ধরা হয়।
আরও পড়ুন-সুইসাইড পয়েন্ট
শ্রমিকদের প্রতিক্রিয়াতেই তৈরি হবে সংগঠনের রূপরেখা। সাংবাদিক বৈঠকের পর সম্মেলন এবং সামাবেশ স্থল ঘুরে দেখেন ঋতব্রত। ছিলেন মন্ত্রী বুলুচিক বরাইক, তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপ, আইএনটিটিইউসির জলপাইগুড়ির জেলা সভাপতি রাজেশ লাখরা, নির্জল দে দার্জিলিং জেলা (সমতল) সভাপতি, নকুল সোনার, বীরেন্দ্র বরা ওঁরাও, অলোক দাস প্রমুখ।