মেরিন ড্রাইভ জলমগ্ন

Must read

সংবাদদাতা, দিঘা : পুজোর মুখে ফের নিম্নচাপ (Depression)। ফের উত্তাল দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের উপকূলের সমুদ্র। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ (Depression) ঘনীভূত হয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় দক্ষিণবঙ্গে উপকূল এলাকা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। সেইসঙ্গে শনিবার সকাল থেকেই উপকূল এলাকা জুড়ে আকাশের মুখ ভার। দফায় দফায় বৃষ্টি চলছে। বড় বড় ঢেউ দিঘার গার্ডওয়াল টপকে আছড়ে পড়ছে মেরিন ড্রাইভের রাস্তায়। ফলে পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্নানের ঘাটগুলিকে দড়ি দিয়ে ব্যারিকেট করে দেওয়া হয়েছে। দুর্ঘটনা রুখতে নুলিয়াদের তৎপরতা বাড়ানো হয়েছে। তারা হুইসেল বাজিয়ে পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করছেন। নজরদারি আরও কড়া করেছে প্রহরারত পুলিশ। পূর্ব মেদিনীপুরের উপকূলে বারবার নিম্নচাপ হওয়ায় মৎস্যজীবী থেকে দিঘার ব্যবসায়ীদের কপালে গভীর ভাঁজ পড়েছে। প্রায় দু বছর করোনা পরিস্থিতির পর, এবার পুজোয় দিঘা-সহ মান্দারমণি, শঙ্করপুর, তাজপুরে ব্যাপক ভিড় হওয়ার আশা করেছিল প্রশাসন থেকে ব্যবসায়ী মহল। অধিকাংশ হোটেল এর বুকিং প্রায় হয়ে গিয়েছিল। কিন্তু নতুন করে নিম্নচাপ আশায় হোটেল ব্যবসায়ীরাও চিন্তায় পড়েছেন। বিভিন্ন বিদ্যালয়গুলিতে এখন হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। ফলে দিঘায় ভিড় বাড়ছে।

আরও পড়ুন-শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছে বাম-বিজেপি

Latest article