প্রতিবেদন : কলকাতা লিগে সোমবার ফের মাঠে নামছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (DHFC vs Barisha Sporting)। বিধাননগর স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে অসীম বিশ্বাসদের সামনে বড়িশা স্পোর্টিং ক্লাব।
প্রথম ডিভিশন লিগে গ্রুপ ‘এ’ থেকে কিবু ভিকুনার দলের সুপার সিক্স ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। ৮ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে ডায়মন্ড হারবার। সমসংখ্যক ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্মি। সমসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট বিএনআর দলের। দু’টি গ্রুপ থেকে তিনটি করে মোট ছ’টি দল সুপার সিক্সে উঠবে। গ্রুপ পর্বে বাকি তিন ম্যাচ জিতে সর্বাধিক পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে পা রাখতে চাইছে কিবুর দল। সোমবার বড়িশা স্পোর্টিংয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে সতর্ক ডায়মন্ড হারবার (DHFC vs Barisha Sporting) শিবির। প্রতি ম্যাচেই অনেক গোলের সুযোগ নষ্ট করছে দল। তাই প্রতিদিনের অনুশীলনে ভুলত্রুটি শোধরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্প্যানিশ কোচ। সেট পিস থেকে গোল করার মহড়া যেমন চলছে, পাশাপাশি ম্যাচ সিচুয়েশনে রক্ষণ ভেঙে গোল করার প্রস্তুতিতেও জোর দেন কিবু। এছাড়া আলাদা করে শুটিং অনুশীলনও হচ্ছে। ফরোয়ার্ড লাইনের ব্যর্থতা ঢাকতে অভিজ্ঞ অসীমকে সই করিয়েছিল দল। কিন্তু তিন প্রধানে খেলা তারকা নিজের সেরা সময় ফেলে এসেছেন।
আরও পড়ুন-পদ্মনেতার উসকানি, পুলিশকে হেনস্তা, বোমাবাজি, রণক্ষেত্র শীতলকুচি
সোমবারের ম্যাচে অসীমকে প্রথম একাদশে নাও রাখতে পারেন কিবু। সুপারসাব হিসেবে তাঁকে ব্যবহার করতে পারেন ডায়মন্ড হারবার দলের কোচ। টিম সূত্রে খবর, আগের ম্যাচের দল থেকে প্রথম একাদশে দু-একটি বদল হতে পারে। আপফ্রন্টে অসীমের জায়গায় শুরু করতে পারেন সফিক আলি গায়েন। লিগে গোলের মধ্যেই আছেন সফি। অনন্ত মুরলী সুস্থ হলেও তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। আগের ম্যাচে ইউনাইটেড স্টুডেন্টসের বিরুদ্ধে তুহিন শিকদারের গোলে জিতেছিল দল। এই ম্যাচেও মহম্মদ সামিম, শিহাদ, গৌতম কুজুর, তীর্থঙ্কর সরকারদের সঙ্গে তুহিনের উপরও ভরসা রাখছে ডায়মন্ড হারবার। দলের সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল বললেন, ‘‘সব দলই আমাদের বিরুদ্ধে ডিফেন্সে লোক বাড়িয়ে খেলছে। তবে আমরাও অনেক গোল মিস করছি। আশা করছি, বড়িশার বিরুদ্ধে জিততে অসুবিধা হবে না।’’