চেস্টার লে স্ট্রিট: বৃষ্টি বিঘ্নিত প্রথম টি-২০তে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে পড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল (India Women vs England Women)। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে চেস্টার লে স্ট্রিটে হরমনপ্রীত কৌরের দলকে ৯ উইকেটে উড়িয়ে দিল অ্যামি জোনসের ইংল্যান্ড। মেঘলা আর্দ্র আবহাওয়ায় প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩২ রানেই আটকে যায় ভারত। স্মৃতি মান্ধানা (২৩), অধিনায়ক হরমনপ্রীত (২০), রিচা ঘোষরা (১৬) ভাল শুরু করেও বড় রান করতে ব্যর্থ। পরে দীপ্তি শর্মার (২৯) ইনিংসের সৌজন্যে ভারতীয় দল লড়াই করার মতো স্কোর করতে সক্ষম হয়। ইংল্যান্ডের হয়ে লেগ স্পিনার সারা গ্লেন সব থেকে সফল বোলার। ২৩ রানে ৪ উইকেট নেন তিনি। তিনিই ম্যাচের সেরা।
আরও পড়ুন-কাতারের সঙ্গে গাঁটছড়া বাঁধছে ফেডারেশন
জবাবে সাত ওভার বাকি থাকতেই জয়ের রান তুলে দেয় ইংল্যান্ড (India Women vs England Women)। সোফিয়া ডাঙ্কলে (অপরাজিত ৬১) এবং ড্যানিয়েল ওয়াটের (২৪) ওপেনিং জুটিতেই ৬০ রান তুলে ফেলে তারা। শেষ পর্যন্ত অ্যালিস ক্যাপসিকে (অপরাজিত ৩২) সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন সোফিয়া। ম্যাচ হেরে হতাশ ভারত অধিনায়ক হরমনপ্রীত। ভিজে মাঠে খেলা নিয়ে মৃদু ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, ‘‘আমরা প্রত্যাশা অনুযায়ী রান করতে পারিনি। আমার মনে হয়, জোর করেই আমরা এই কন্ডিশনে খেলতে বাধ্য হয়েছি। ভিজে মাঠ ম্যাচ খেলার জন্য ১০০ শতাংশ ফিট ছিল না। এই মাঠে চোট পাওয়ার আশঙ্কার মধ্যেও মেয়েরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তার জন্য আমরা খুশি। তবু আমাদের এক জন ফিল্ডার চোট পাওয়ায় এক জন বোলার কম ছিল।’’