প্রতিবেদন : বাস্তবে থ্রি ইডিয়টস ছবির একটি দৃশ্যের পুনরাবৃত্তি দেখা দেল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। থ্রি ইডিয়টস ছবির সেই দৃশ্য পর্দা থেকে উঠে এসে ধরা দিল উত্তরপ্রদেশের বালিয়া জেলার জেলা হাসপাতালে৷ বিদ্যুৎ না থাকায় মোবাইলের টর্চ জ্বেলে রোগীদের চিকিৎসা করলেন চিকিৎসকরা৷ বিদ্যুৎ তো ছিলই না, হাসপাতালের জেনারেটরও অচল ছিল বলে রোগীর পরিবারের অভিযোগ। এই ঘটনা থেকেই স্পষ্ট হল, যোগী রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা।
আরও পড়ুন-ছড়াচ্ছে পোলিও, জরুরি অবস্থা জারি নিউ ইয়র্কে
টর্চ জ্বেলে চিকিৎসার সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ রবিবার সামান্য বৃষ্টিতেই উত্তরপ্রদেশের বালিয়া জেলায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ ছিল না। এমনকী, হাসপাতালের মতো জায়গাও তার ব্যতিক্রম নয়। তবে শুধু যে বিদ্যুৎই ছিল না তা নয়, জেনারেটরও ছিল অচল। বেশ কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকার কারণে মোবাইলের টর্চ জ্বেলে রোগীদের চিকিৎসা চালান চিকিৎসকরা। ভিডিওতে দেখা গিয়েছে, স্ট্রেচারে শুয়ে থাকা এক মহিলার পাশে ভিড় করে আছেন কিছু মানুষ৷ তাঁদের মধ্যে কয়েকজন মোবাইল ফোনের টর্চ ধরেছিলেন৷
আরও পড়ুন-ধর্ষণের পর পুড়িয়ে মারার চেষ্টা দলিত নাবালিকাকে, যোগীরাজ্যে জঙ্গলরাজ
টর্চের আলোয় চিকিৎসকরা রোগিণীকে পরীক্ষা- নিরীক্ষা করতে থাকেন৷ অন্য একটা ভিডিওতে দেখা গিয়েছে নিকষ কালো অন্ধকারে অপেক্ষা করছেন রোগীরা৷ চিকিৎসক আর ডি রাম বিদ্যুৎ না থাকা ও জেনারেটর অচল থাকার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, বিদ্যুৎ না থাকার পাশাপাশি জেনারেটর অচল থাকায় মোবাইলের টর্চেই বেশ কিছুক্ষণ তাঁরা রোগীদের চিকিৎসা করেন। জেনারেটর কেন চালু করা গেল না তা নিয়ে প্রশ্ন উঠছে।