প্রতিবেদন : সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে অতিসক্রিয়তার প্রতিবাদ জানিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভায় (WB Legislative Assembly) প্রস্তাব আনছে। বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষের আনা প্রস্তাবটির ওপরে সোমবার অধিবেশনে দু’ঘণ্টা আলোচনা হবে। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সোমবার এই মর্মে সিদ্ধান্ত হয়েছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে এদিন বিধানসভার (WB Legislative Assembly) কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, সাম্প্রতিককালে এরাজ্যে একাধিক মামলায় কেন্দ্রীয় এজেন্সিগুলির মাত্রাতিরিক্ত সক্রিয়তা চোখে পড়েছে। ইনকাম ট্যাক্স, ইডি এবং সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কেন্দ্র সরকার। তার প্রতিবাদ জানিয়ে বিধানসভার কার্য প্রণালীর ১৬৯ ধারায় ওই প্রস্তাব আনা হয়েছে।
আরও পড়ুন-ইডির বিভ্রান্তিকর নোটিশ
জানা গিয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর অধিবেশনের পরে তৃণমূল বিধায়কদের একটি বৈঠক হবে। পরিষদীয় দল সূত্রে খবর, শাসক পক্ষের সমস্ত বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জানা গিয়েছে সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে নিন্দা প্রস্তাবের দিন সমস্ত বিধায়ক উপস্থিত থাকেন। পাশাপাশি আগামী বুধবার থেকে শুরু হতে চলা বিধানসভার স্বল্পকালীন অধিবেশনে আরও একাধিক বিল এবং সংশোধনী আসবে বলে শোভনদেববাবু জানিয়েছেন। বুধবার শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে সভা মুলতুবি হয়ে যাবে। বৃহস্পতিবার সকালে প্রশ্নোত্তর পর্ব এবং অধিবেশনে দ্বিতীয়ার্ধে গন্ডার সংরক্ষণ আইন প্রত্যাহার সংক্রান্ত একটি বিল নিয়ে বিধানসভায় আলোচনা হবে। শুক্রবার রাজ্য তফসিলি জাতি-উপজাতি চিহ্নিতকরণ আইনের একটি সংশোধনী নিয়ে বিধানসভায় আলোচনা হবে।