মেদিনীপুরে চারদিনের সফরে মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : চারদিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee- Medinipur) সোমবার মেদিনীপুরে পৌঁছন। বিকেল ৫টা নাগাদ তিনি আসেন মেদিনীপুরে। মেদিনীপুর সার্কিট হাউসে রাত্রিবাস করেন মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির আসনে কে বসবেন, তা নিয়ে বৈঠক করবেন তিনি। বৈঠক হবে বিদ্যাসাগর (খড়গপুর) শিল্পতালুকে। আগামী ১৪ সেপ্টেম্বর তমলুকের নিমতৌড়িতে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee- Medinipur)। এদিন মেরিন ড্রাইভের উদ্বোধনও করবেন তিনি। তারপরে ফিরে আসবেন পশ্চিম মেদিনীপুরে। আগামী ১৫ সেপ্টেম্বর খড়গপুর শিল্পতালুকের স্টেডিয়াম থেকে তিনি ৭ হাজার যুবক-যুবতীর হাতে তুলে দেবেন নিয়োগপত্র। এর পাশাপাশি এবারেও তাঁর নজরে থাকছে কর্ণগড় বিষয়টি।

আরও পড়ুন-কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা, বিধানসভায় প্রস্তাব

পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাকে নিয়ে আয়োজিত হয়েছে এই জব ফেয়ার। এখানে পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ১,৭০০ জন বেকার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন তিনি। আয়োজনে রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দফতর।
এদিকে, রবিবার ও সোমবার সকালের বৃষ্টিপাতে খড়গপুর শিল্পতালুকে মুখ্যমন্ত্রীর সভাস্থলের সামনে জমে যায় জল। প্রশাসনের তৎপরতায় সেই জল নিষ্কাশন করা হয়েছে। যাতে জল আর না জমে সেদিকেও নজর রাখা হয়েছে।

Latest article