প্রতিবেদন : অবশেষে জট কাটল। শর্তসাপেক্ষে লেজেন্ডস লিগের (Legends League Cricket) দু’টি ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। তার জন্য মুচলেকা দিতে হল উদ্যোক্তাদের। ফলে চলতি সপ্তাহের শেষে ১৬ এবং ১৭ সেপ্টেম্বর ইডেনে লেজেন্ডস লিগের জোড়া ম্যাচ হওয়া নিয়ে আর কোনও সংশয় রইল না। গত কয়েকদিনের টানাপোড়েনের পর সোমবার বিকেলে সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে ইডেনে লেজেন্ডস লিগের (Legends League Cricket) ম্যাচ আয়োজনের ব্যাপারে সম্মতি দেন সদস্যরা। ভেন্ডরদের টাকা দেওয়া নিয়ে সমস্যা মিটলেও টুর্নামেন্টের টাইটেল স্পনসর নিয়ে নতুন জট তৈরি হয়েছিল। একটি বেটিং সংস্থা লেজেন্ডস লিগের টাইটেল স্পনসর। সূত্রের খবর, সংস্থাটির বিজ্ঞাপন বা লোগো ইডেনে ব্যবহার করা যাবে না। এ ব্যাপারে সিএবি-কে মুচলেকা দিতে হল লিগ কর্তৃপক্ষকে। বি, সি, কে, এল— ইডেনের এই চারটি ব্লকে দর্শক প্রবেশের অনুমতি মিলেছে।
আরও পড়ুন-হারের পর মেজাজ হারালেন রামিজ