হারের পর মেজাজ হারালেন রামিজ

এখানেই না থেমে পিসিবি চেয়ারম্যান এরপর চূড়ান্ত অসৌজন্যতা প্রদর্শন করেন। ওই ভারতীয় সাংবাদিকের ফোন কেড়ে নিতে দেখা যায় তাঁকে।

Must read

দুবাই, ১২ সেপ্টেম্বর : বাবর আজমের হাতে এশিয়া কাপ দেখতে দুবাই এসেছিলেন রামিজ রাজা। দেখলেন উল্টো ছবি। তাতে হৃদয় ভেঙে গেল। এক ভারতীয় সাংবাদিকের উপর চটলেন। তাঁর ফোন কেড়ে নিলেন!
সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন পিসিবি চেয়ারম্যান রামিজ। এক ভারতীয় সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, শ্রীলঙ্কার কাছে ফাইনালে হারের পর পাকিস্তান সমর্থকরা নিশ্চয়ই খুব হতাশ? হঠাৎই রেগে ওঠেন প্রাক্তন পাক অধিনায়ক। তিনি বলে ওঠেন, ‘আপ ইন্ডিয়া সে হোঙ্গে! আব তো বড়ে খুশ হোঙ্গে।’ অর্থাৎ আপনি নিশ্চয়ই ভারত থেকে এসেছেন। তাহলে তো আপনি খুব খুশি হয়েছেন!

আরও পড়ুন-উত্তরবঙ্গে কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করছে কোকাকোলা, ৬৬ শতাংশ মহিলা কর্মসংস্থান সম্পর্কে জানালেন মুখ্যমন্ত্রী

এখানেই না থেমে পিসিবি চেয়ারম্যান এরপর চূড়ান্ত অসৌজন্যতা প্রদর্শন করেন। ওই ভারতীয় সাংবাদিকের ফোন কেড়ে নিতে দেখা যায় তাঁকে। হতবাক হয়ে যান এশিয়া কাপ কভার করতে আসা সাংবাদিকেরা। তাঁরা ঘটনায় এতটাই হতাশ হয়ে পড়েন যে সেই ছবি গণমাধ্যমেও ছড়িয়ে দিয়েছেন। সংশ্লিষ্ট সাংবাদিকও জানতে চেয়েছেন, তাঁর প্রশ্নে কী ভুল ছিল? পাক বোর্ডের চেয়ারম্যান হিসাবে এমন আচরণ সমর্থনযোগ্য নয়। রমিজ কারও ফোন কেড়ে নিতে পারেন না। আফগানিস্তানের কাছে হারের পর আফগান সমর্থকদের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়েছিলেন হতাশ পাক সমর্থকরা। এদিকে শ্রীলঙ্কার কাছে ফাইনালে হারের পর সিনিয়র পাক ক্রিকেটার শোয়েব মালিক খুব ইঙ্গিতপূর্ণ এক পোস্ট করেছেন। তিনি লিখেছেন, বন্ধুত্ব থেকে বেরিয়ে এলেই পছন্দ-অপছন্দের কালচার!

Latest article