আজ মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyopadhyay)৷ আজ খড়্গপুরে (Kharagpur) দলীয় বৈঠকে নবান্ন অভিযান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির (BJP) নবান্ন (Nabanna) অভিযানে লোক হয়নি। ওদের বেলুন ফুস। ওদের গুরত্ব দেওয়ার দরকার নেই।” ২ মেদিনীপুরের ৪দিনের সফরে রয়েছেন মমতা।
আরও পড়ুন-দুর্গাপুজো অনুদানে সিলমোহর কলকাতা হাইকোর্টের, মানতে হবে শর্ত
এদিন, পূর্ব মেদিনীপুরের খড়্গপুরে জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন হয়৷ সেই বৈঠকেই ওই জেলার নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরে জেলা নেতৃত্ব। ছিলেন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের বিধায়করাও৷ বৈঠকের মধ্যেই বিজেপি-র নবান্ন অভিযান নিয়ে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমরা যখন চাকরি দিচ্ছি তখন বিজেপি নবান্ন অভিযান নিয়ে নজর অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে।”
আরও পড়ুন-রাষ্ট্রসঙ্ঘের তিন মহিলা কর্মীকে আটক তালিবান জঙ্গি গোষ্ঠীর
নবান্ন থেকে অনেক দূরেই বিজেপি-র অভিযান আটকে দেয় পুলিশ৷ পুলিশি তৎপরতায় সন্তুষ্ট মুখ্যমন্ত্রীও৷ তবে বাংলায় গেরুয়া শিবির কে যে গুরুত্ব তোমার দরকার নেই সেই মন্তব্যই করেছেন তৃণমূল সুপ্রিমো।