পুলিশের গাড়িতে আগুন লাগানোর ভিডিও শেয়ার করে ক্ষোভপ্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এই ঘটনায় আজ আহত হন একাধিক পুলিশ কর্মী। সারা দিন কলকাতার নানা এলাকা আজ সাক্ষী থাকল বিজেপি পুলিশ খন্ডযুদ্ধের।

Must read

বিজেপির নবান্ন অভিযান ঘিরে হাওড়া ও কলকাতা মিলে আজ সরগরম পরিস্থিতি তৈরি হয়। লালবাজারে একটি পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় আজ আহত হন একাধিক পুলিশ কর্মী। সারা দিন কলকাতার নানা এলাকা আজ সাক্ষী থাকল বিজেপি পুলিশ খন্ডযুদ্ধের।

আরও পড়ুন-‘আমরা যখন চাকরি দিচ্ছি তখন বিজেপি নবান্ন অভিযান নিয়ে নজর অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে’ ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিজেপির চতুর্থ মিছিল পৌঁছে যায় কলকাতা পুলিশের সদর দফতরের কাছে। পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। গ্রেফতার হন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য বিজেপি নেতারা। লালবাজারের কাছে এমজি রোডে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেন বিজেপি কর্মীরা । দাউদাউ করে জ্বলতে থাকে পিসিআর ভ্যান। ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। নিমেষের মধ্যে ভষ্মীভূত হয়ে যায় পুলিশের গাড়ি, পুড়ে ছাই হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ নথি। সেই আতঙ্কে এলাকার ব্যবসায়ীরা বন্ধ করে দেন দোকান। সার্ভিস রোড থেকে পাথর তুলে ক্রমাগত পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে থাকে বিজেপি কর্মী-সমর্থকেরা। বড় বড় কাচের বোতল উড়ে আসে। ভাঙা হয় পুলিশের কিয়স্ক। কিয়স্কের ভিতর থেকে চেয়ার বের করে মাটিতে আছড়ে ফেলে ভাঙা হয়। ব্যারিকেডের বাঁশ উপড়ে ছোড়া হয় পুলিশদের দিকে। দফায় দফায় চলেছে এই সংঘর্ষ । সাঁতরাগাছি রেল স্টেশন থেকে ইটবৃষ্টি হয়। এই অবস্থায় তাদের বাধা দেয় পুলিশ।

আরও পড়ুন-দুর্গাপুজো অনুদানে সিলমোহর কলকাতা হাইকোর্টের, মানতে হবে শর্ত

সব মিলিয়ে আজকের এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় তিনি এদিন পুলিশের গাড়িতে আগুন লাগানোর ভিডিও শেয়ার করে লেখেন, ‘আজ শুধু বাংলা নয়, জাতি কীসের আভাস দেখল
@বিজেপি4বেঙ্গল। গুন্ডারা আমাদের শহরের অবস্থা কি করতে পারে সেটা স্পষ্ট। তারা ক্ষমতায় এলে তারা কী করত তা কল্পনা করে আমরা কাঁপতে থাকি।পশ্চিমবঙ্গ তাদের প্রত্যাখ্যান করার জন্য ধন্যবাদ! এখন, ভারতের তাদের প্রত্যাখ্যান করার সময়!’

 

Latest article