প্রতিবেদন : বাম আমলে লোকসানে ডুবে যাওয়া তাঁতশিল্পে নতুন ভোর এনেছে রাজ্য সরকার। বেড়েছে বরাত। লাভের মুখ দেখছেন শ্রমিকরা। এবার তাঁদের দাবিদাওয়া জানতে প্রায় ২০ লক্ষ তাঁত শ্রমিককে এক ছাতার তলায় আনলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রমিকদের সংগঠিত করতে তাঁর উদ্যোগে তৈরি হয়েছে ‘সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন’।
আরও পড়ুন-বোনাস দেওয়ার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মঙ্গলবার আইএনটিটিইউসি অনুমোদিত এই সংগঠনের প্রথম জেলা সম্মেলন হল পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রামে। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বাম আমলে তাঁত বিপণন সংস্থার লোকসান হয়েছিল ১৪৭ কোটি টাকা। রাজ্য সরকারের কল্যাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০২১-২২ আর্থিক বছরে এই সংস্থা ২০ কোটি টাকা লাভ করেছে। স্বাভাবিকভাবেই কাজ পেয়েছেন তাঁত শ্রমিকেরা। এবার তাঁত শ্রমিকদের জন্য তৈরি হল শ্রমিক সংগঠন। প্রথম সম্মেলন মিলেছে সাড়া। বাকি জেলাগুলিতেও হবে সম্মেলন। পুজোর আগেই নদিয়া জেলায় দ্বিতীয় সম্মেলনে ভাবনা রয়েছে।
আরও পড়ুন-নীলরতনে চালু হল মা ক্যান্টিন
সম্প্রতি হলদিয়া মডেলের শ্রমিক সম্মেলন এবং সমাবেশের সাফল্যের পর চা-বলয়েও হয়েছে মহা সমাবেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থেকে শুনেছেন শ্রমিকদের কথা। ‘সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন’-এর সম্মেলন এবং সমাবেশ হবে একই মডেলে। নভেম্বরে এমন ভাবনা আছে বলে জানিয়েছেন ঋতব্রত। মঙ্গলবার সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, শম্পা ধাড়া, দেবপ্রসাদ বাগ, অলক মাঝি, তপন চট্টোপাধ্যায়, উজ্জ্বল প্রামাণিক, আইএনটিটিইউসির পূর্ব বর্ধমান জেলার সভাপতি সৈয়দ মহম্মদ সেলিম এবং আইএনটিটিইউসির রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি সনৎ চক্রবর্তী।