সুদীপকে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

Must read

নয়াদিল্লি : ইউক্রেন থেকে দেশে ফেরা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya- Sudeep Banerjee)। যুদ্ধের কারণে দেশে ফিরে আসা ভারতীয় পড়ুয়াদের এদেশেই কোর্স শেষ করা, ইন্টার্নশিপ শেষ করার সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছিলেন সুদীপ। সংসদেও এ-নিয়ে সরব হয়েছিলেন। তৃণমূল সাংসদকে (Mansukh Mandaviya- Sudeep Banerjee) চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গত বছর যাঁরা ইউক্রেনে মেডিক্যাল কোর্সের শেষ বছরে পাঠরত ছিলেন, পড়াশোনা শেষ করেছেন এবং ৩০ জুন অথবা তার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে শংসাপত্র পেয়েছেন তাঁরা ফরেন মেডিক্যাল এক্সামিনেশনে বসতে পারবেন। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তাঁরা এদেশে দুবছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ শেষ করতে পারবেন। দুবছরের সেই বাধ্যতামূলক ইন্টার্নশিপ শেষ হলে তবেই তাঁরা মেডিক্যাল প্র্যাকটিসের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন বলে চিঠিতে জানিয়েছেন।

আরও পড়ুন-মোদিরাজ্যে উদ্ধার ২০০ কোটির মাদক

Latest article