বাকিংহাম প্যালেসে শেষ শ্রদ্ধা আমজনতার

Must read

প্রতিবেদন : রানিকে শেষ বিদায় জানাল স্কটল্যান্ড। মঙ্গলবার এডিনবরা থেকে রয়াল এয়ারফোর্সের বিশেষ বিমানে লন্ডনে নিয়ে আসা হয় রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) কফিনবন্দি দেহ। বুধবার সকাল থেকেই বাকিংহাম প্যালেসে শায়িত রয়েছে রানির দেহ। তবে শ্রদ্ধা জানানো শুরু হয় বিকেলে। এদিনই রানিকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বহু মানুষ। আগামী সোমবার রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যসম্পন্ন হবে। রানির শেষকৃত্যে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিদেশ মন্ত্রকের তরফে বুধবার জানানো হয়েছে, রানির শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য শনিবার লন্ডন যাবেন রাষ্ট্রপতি। গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়। সোমবার এডিনবরায় সেন্ট জাইলস ক্যাথিড্রালে রানিকে শেষবিদায় জানাতে উপস্থিত ছিলেন কয়েক হাজার মানুষ। রাজধানীতে রানির (Queen Elizabeth II) কফিনের সঙ্গে পা মেলান তাঁর চার সন্তান রাজা তৃতীয় চার্লস, প্রিন্সেস অ্যান, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড। হলিরুড প্যালেস থেকে ক্যাথিড্রালে নিয়ে আসা হয় রানির দেহ। স্কটল্যান্ডে অনুষ্ঠান শেষে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা নাগাদ লন্ডন পৌঁছয় কফিন। লন্ডনে রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা সেই কফিন গ্রহণ করেন। বাকিংহাম প্যালেসে কফিনের পাহারায় রয়েছেন রাজপরিবারের দায়িত্বে নিযুক্ত সেনারা। বুধবার সন্ধ্যা পাঁচটা থেকে আগামী সোমবার শেষকৃত্যের আগে সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত সাধারণ মানুষ রানিকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। ১৯ সেপ্টেম্বর সোমবারই ওয়েস্টমিনস্টার অ্যাবেতে স্বামী ফিলিপের পাশেই সমাধিস্থ হবেন রানি। ব্রিটেনের বিদেশ দফতর জানিয়েছে, শেষকৃত্যে যোগ দিতে বিদেশ থেকে প্রায় ৫০০ জন অতিথি আসবেন।

আরও পড়ুন-মোদিরাজ্যে উদ্ধার ২০০ কোটির মাদক

Latest article