প্রতিবেদন : বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউরো উইকলি নিউজ নামে একটি সংবাদসংস্থার রিপোর্ট থেকে জানা গিয়েছে, বড় ধরনের দুর্ঘটনায় পড়েছিল রুশ প্রেসিডেন্টের গাড়ি। তবে নিরাপদেই রয়েছেন তিনি। তাঁর বড় ধরনের কোনও চোট-আঘাত লাগেনি। এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে জেরা করা হচ্ছে।
আরও পড়ুন-কেন্দ্রে ক্ষমতায় এলে পিছিয়ে পড়া রাজ্যকে বিশেষ মর্যাদা : নীতীশ
জানা গিয়েছে, নিজের বাসভবন থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে পুতিনের গাড়ি। তাঁর কনভয়ের প্রথম গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি অ্যাম্বুলেন্সের। এর পরেই ব্রেক ফেল হয়ে যায় কনভয়ের দ্বিতীয় গাড়ির। কনভয়ের তৃতীয় গাড়িতে ছিলেন পুতিন। দ্বিতীয় গাড়ির সঙ্গে পুতিনের গাড়ির ধাক্কা লাগলে রুশ প্রেসিডেন্টের গাড়িতে আগুন ধরে যায়। পুতিনের লিমুজিন গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষতই রয়েছেন। ঘটনার সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্টের জন্য বিকল্প গাড়ির ব্যবস্থা করেন তাঁর নিরাপত্তারক্ষীরা।
এই হামলার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। তবে ঠিক কবে পুতিনের উপর এই হামলা চালানো হয়েছিল ইউরো উইকলি নিউজের রিপোর্ট সে-বিষয়ে কিছু জানায়নি। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর বেশ কিছুদিন ধরেই রুশ রাজনীতিবিদদের একাংশ পুতিনের পদত্যাগ দাবি করেছেন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রুশ সেনার ব্যর্থতার জন্য পুতিনকেই দায়ী করেছেন তাঁরা। একই সঙ্গে তাঁরা অভিযোগ করেছেন, পুতিনের ভুল নীতির কারণেই পশ্চিমি দেশগুলির নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে রাশিয়াকে। যা ধাক্কা দিয়েছে দেশের অর্থনীতিকে। এ-সমস্ত ঘটনা বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের অনুমান, হয়তো সপ্তাহখানেক আগেই এই হামলার ঘটনা ঘটেছে। যথারীতি সেই খবর চেপে গিয়েছে রুশ প্রশাসন।