কেন্দ্রে ক্ষমতায় এলে পিছিয়ে পড়া রাজ্যকে বিশেষ মর্যাদা : নীতীশ

বিজেপির সঙ্গ ত্যাগের পর কোমর বেঁধে লোকসভার প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আর সেই লক্ষ্যে এবার বড় প্রতিশ্রুতি দিয়ে দিলেন তিনি

Must read

প্রতিবেদন : বিজেপির সঙ্গ ত্যাগের পর কোমর বেঁধে লোকসভার প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আর সেই লক্ষ্যে এবার বড় প্রতিশ্রুতি দিয়ে দিলেন তিনি। বৃহস্পতিবার পাটনায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নীতীশ কুমার জানিয়ে দিলেন, ২৪-এর নির্বাচনে বিরোধী জোট জয়ী হলে পিছিয়ে পড়া রাজ্যগুলিকে দেওয়া হবে বিশেষ মর্যাদা।

আরও পড়ুন-‘আগামী ৪-৫বছরে মধ্যে কর্মসংস্থানে দেশের মধ্যে একনম্বর হবে বাংলা’ নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

গেরুয়া সঙ্গ ছাড়ার পর সদ্য দিল্লিতে গিয়ে বিরোধী দলগুলির প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেডিইউ সুপ্রিমো। উদ্দেশ্য ছিল ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধী জোট গড়ে তোলা। তিনদিনের শরদ পওয়ার, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, মুলয়ম সিং যাদব, অখিলেশ যাদব-সহ বেশ কয়েকজন নেতার সঙ্গে দেখা করেন তিনি। এরপরই জাতীয় রাজনীতিতে গুঞ্জন শুরু হয় ২৪-এর নির্বাচনকে মাথায় রেখে নিজেকে প্রধানমন্ত্রী মুখ করার প্রস্তুতি নিচ্ছেন নীতীশ। যদিও সেই গুঞ্জন সপাটে উড়িয়ে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। এরই মাঝে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা যদি কেন্দ্রে সরকার গড়ার সুযোগ পাই, তাহলে পিছিয়ে পড়া রাজ্যগুলিকে নিশ্চিতভাবে বিশেষ মর্যাদা দেওয়া হবে। আমরা শুধু বিহারের কথা বলছি না, অন্য রাজ্যগুলি যারা বিশেষ মর্যাদা পাওয়ার যোগ্য তাদের কথাও বলাছি।

Latest article