প্রতিবেদন : কয়েকদিন আগেই ভারত সফরে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি সফর প্রসঙ্গে ঢাকায় তিনি বলেন, ভারত থেকে খালি হাতে ফিরিনি। কৃষি, যোগাযোগ ব্যবস্থা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত থেকে সহযোগিতা পেয়ে থাকি। তাই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকা জরুরি। আমার এই ভারত সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হয়েছে।
আরও পড়ুন-রাশিয়া-ইউক্রেন : দুই প্রেসিডেন্টই দুর্ঘটনার মুখে, প্রাণে বাঁচলেন পুতিন
ভারত সরকার বাংলাদেশে জ্বালানি তেলের পাইপলাইন তৈরি করে দিচ্ছে। এর ফলে জ্বালানির তেলের পরিবহণ ব্যয় কমবে এবং দেশের উত্তরাংশে চাহিদা মতো ডিজেল সহজেই পাঠানো যাবে। এলএনজি আমদানি নিয়েও ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। ভারত থেকে একেবারে শূন্য হাতে ফিরেছি বলে আমি মনে করি না। দেশের প্রধান বিরোধী দল বিএনপিকে কটাক্ষ করে হাসিনা বলেন, এত কাজ করা হলেও বিএনপি বারবার বলে আমরা কোনও কাজই করিনি। আসলে ওরা উন্নয়নের কাজ দেখতেই পায় না।
আরও পড়ুন-কেন্দ্রে ক্ষমতায় এলে পিছিয়ে পড়া রাজ্যকে বিশেষ মর্যাদা : নীতীশ
আগামী বছরই বাংলাদেশে সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন নিয়ে এবার মুখ খুলেছেন হাসিনা। তিনি জানিয়েছেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামি লিগকেই ভোট দেবেন। তবে তাঁরা যদি আমাদের ভোট দিতে না চান, সেটা তাঁদের ইচ্ছে। সাংবিধানিক প্রক্রিয়া আমরা কোনওভাবেই বন্ধ রাখতে পারি না। আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক।