সংবাদদাতা, হাওড়া : বিশ্বভারতীর ছায়া এবার শিবপুর আইআইইএসটি-তে। এই কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকর্তা ড. পার্থসারথি চক্রবর্তীর তুঘলকি আচরণের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়লেন এখানকার শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ। জানা গিয়েছে, পার্থসারথি তাঁর বাংলো সংলগ্ন রাস্তা দিয়ে অন্যান্য অধ্যাপক ও পড়ুয়াদের যাতায়াত নিষিদ্ধ করেন।
আরও পড়ুন-সুপ্রিমে সোনালি
বেসরকারি নিরাপত্তারক্ষীদের ওই রাস্তায় মোতায়েনও করে দেওয়া হয়। এদিন আইআইইএসটিরই এক অধ্যাপক ওখান দিয়ে যেতে লেগে নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকে দেন। ফেরত পাঠিয়েও দেন। বিষয়টি জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন শিক্ষকদের একাংশ। ঘটনার প্রতিবাদে ও আইআইএসটিতে মুক্ত পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ দেখান শিক্ষক ও শিক্ষাকর্মীদেরই একাংশ। শিবপুর আইআইএসটি টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তপেন্দু মণ্ডল বলেন, ‘‘ওই রাস্তা দিয়ে ব্যাঙ্ক, জিম ও খেলার মাঠে যাওয়া হয়। সেই রাস্তায় অন্য শিক্ষক ও পড়ুয়াদের চলাচল বন্ধ করে দিয়ে শিক্ষকদেরই অপমান করা হয়েছে। তারই প্রতিবাদে এদিন আমরা ক্যাম্পাসে মিছিল করি। অবিলম্বে এই সিদ্ধান্ত ফেরাতে হবে।”