সুপ্রিমে সোনালি

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে তাঁর পুনর্নিয়োগ বেআইনি বলে তাঁকে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Must read

প্রতিবেদন : হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-পুজোয় ডেঙ্গু, প্লাস্টিক বর্জন নিয়ে সচেতনতা

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে তাঁর পুনর্নিয়োগ বেআইনি বলে তাঁকে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের এই নির্দেশনামায় জানানো হয়েছে যে, ‘কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়োগ বা পুনর্নিয়োগের ক্ষমতা রাজ্য সরকারের নেই।’ সংশ্লিষ্ট মামলাটি শুধু সোনালি চক্রবর্তীর নিয়োগের বিরোধিতা করে দায়ের করা হলেও রাজ্যের অনেক বিশ্ববিদ্যালয় নিয়োগে প্রযোজ্য হবে।

Latest article