পুজোয় ডেঙ্গু, প্লাস্টিক বর্জন নিয়ে সচেতনতা

বৈঠকে উপস্থিত পুজো কমিটির উদ্যোক্তাদের নিয়ম মেনে, প্রশাসনের বিভিন্ন দফতরের অনুমতি নিয়ে কীভাবে পুজো করতে হবে তার নির্দেশ দেয় প্রশাসন

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : ইন্দপুর (Indpur) ব্লক প্রশাসনের উদ্যোগে এলাকার পুজো কমিটির উদ্যোক্তাদের নিয়ে বৈঠক (meeting)  হয় ইন্দপুর ব্লক কমিউনিটি হলে। বৈঠকে উপস্থিত পুজো কমিটির উদ্যোক্তাদের নিয়ম মেনে, প্রশাসনের বিভিন্ন দফতরের অনুমতি নিয়ে কীভাবে পুজো করতে হবে তার নির্দেশ দেয় প্রশাসন।

আরও পড়ুন-অবৈধ কারবার রুখতে উড়বে ড্রোন, চিহ্নিত ৬৪ বালিমাফিয়া

পুজো কমিটিগুলি তাদের বিভিন্ন সমস্যার কথা জানায়। সমাধানের বিষয়ে আলোচনা করেন প্রশাসনের কর্তাব্যক্তিরা। পরিবেশ সুস্থ স্বাভাবিক রাখতে পুজো প্যান্ডেলে ডেঙ্গু, ম্যালেরিয়া, প্লাস্টিক বর্জন-সহ জনসচেতনতামূলক পোস্টার-ব্যানার লাগিয়ে প্রচারের নির্দেশ দেওয়া হয় উদ্যোক্তাদের।

Latest article