প্রতিবেদন : ডেঙ্গু মোকাবিলায় সিঙ্গাপুরের (Singapore) চিকিৎসা-পদ্ধতি রাজ্যে প্রয়োগ করার পক্ষে সওয়াল করলেন কলকাতার মহানাগরিক মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর যুক্তি, ডেঙ্গু পরিস্থিতির এখন জটিলতা বাড়িয়েছে নয়া ভ্যারিয়েন্ট ডেন-৩। রূপ বদলে ক্রমশ প্রাণঘাতী হয়ে উঠেছে ডেঙ্গু। কিন্তু ভারতে সুনির্দিষ্ট কোনও চিকিৎসা-পদ্ধতি নেই এই ভ্যারিয়েন্টের। নেই কোনও প্রটোকলও।
আরও পড়ুন-হাওড়ায় শিল্পের জোয়ার মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা
সিঙ্গাপুরে এর চিকিৎসা কিন্তু এখন অনেকটাই ফলপ্রসূ হচ্ছে। সেই কারণেই মেয়র চান সিঙ্গাপুর থেকেই চিকিৎসার প্রটোকল দেশে নিয়ে এসে রাজ্যগুলিকে দিক কেন্দ্র। এ কথা জানিয়ে কেন্দ্রকে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে বলে জানান মেয়র। তবে তাঁর আশা, অক্টোবরেই শহরে কমতে শুরু করবে ডেঙ্গুর প্রকোপ। কারণ তাপমাত্রা কমলেই কমতে শুরু করে এর দাপট। আসলে ডেঙ্গুর প্রকোপ মহানগরী বা রাজ্যের অন্যান্য জায়গায় নতুন কিছু নয়। আগে হত ডেন ওয়ান বা ডেন টু।
আরও পড়ুন-রঘুনাথপুর শিল্পাঞ্চলে মাতোয়ারা শ্রমিকেরা
পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে এবং নর্দমায় বা জমা জলে গাপ্পি মাছ ছেড়ে মশার লার্ভা ধ্বংস করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করত পুরসভা। কিন্তু এবারে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেন থ্রি। চরিত্র বদলানোর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে রোগের উপসর্গও। ডেন থ্রি-তে আক্রান্তদের প্লেটলেট অনেকক্ষেত্রে কমছে না। তবে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। পুজোর আনন্দে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য সবরকমের সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা। ডেঙ্গু মোকাবিলায় কাউন্সিলরদের পথে নামার নির্দেশ দিয়েছেন মেয়র।