টালা ব্রিজে ভারী যান চলবে না

মুখ্যমন্ত্রী সময় দিলেই উদ্বোধন হবে নবনির্মিত টালা সেতু। পুর্ত দফতরের খবর, পুজোর আগেই এই সেতু খুলে দেওয়া হবে।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী সময় দিলেই উদ্বোধন হবে নবনির্মিত টালা সেতু। পুর্ত দফতরের খবর, পুজোর আগেই এই সেতু খুলে দেওয়া হবে। তবে সেতু খুললেও প্রথম সাত থেকে দশ দিন কোনও ভারী গাড়ি চলবে না। কারণ এই সেতু নির্মাণের পরামর্শদাতা খড়্গপুর আইআইটি এই মর্মে সুপারিশ করেছে। শুক্রবার মেয়র তথা পুরনগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, টালা সেতু খুলে গেলেই ব্রিটিশ আমলে তৈরি চিৎপুর ব্রিজ ভেঙে ফেলা হবে। কারণ বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট ওই সেতুটিও দুর্বল হয়ে গিয়েছে।

আরও পড়ুন-কেন্দ্রীয় সরকারকে চিঠি দিলেন মেয়র ফিরহাদ হাকিম, ডেঙ্গু রোধে সিঙ্গাপুরের চিকিৎসা চান

পুর্তমন্ত্রী পুলক রায় বলেছেন, আমরা মুখ্যমন্ত্রীর সময় চেয়েছি উদ্বোধনের জন্য। নতুন সেতুতে কী ধরনের গাড়ি চলবে তা বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। প্রশ্ন হল, তবে কি মাল-বোঝাই লরি চলবে না? সেক্ষেত্রে লরি কোন পথে যাতায়াত করবে, তা নিয়ে পুলিশের সঙ্গে কথা বলে চূড়ান্ত হবে। তবে প্রথম থেকেই নবনির্মিত সেতুতে লাগানো থাকবে হাইট বার। যাতে অতিরিক্ত পণ্য নিয়ে কোনও মালবাহী গাড়ি চলাচল করতে না পারে। তবে এটা ঠিক পুজোর আগেই খুলে যাবে টালা ব্রিজ। এখন শুধু সময়ের অপেক্ষা।

Latest article