রেমাল মোকাবিলায় এনডিআরএফের ১৪ টিম মোতায়েন হল বাংলায়

১৪টি এনডিআরএফ টিমকে মোতায়েন করা হয়েছে। ২টি করে টিম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, একটি করে হাওড়া ও হুগলিতে টিম রাখা হচ্ছে।

Must read

রেমাল (Remal) ঘূর্ণিঝড় ক্রমশ এগিয়ে আসছে। দুপুর থেকেই কলকাতায় (Kolkata) বৃষ্টি চলছে। উপকূলবর্তী এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টি শুরু হয়েছে। সুন্দরবনের দ্বীপগুলিতে মানুষজন আতঙ্কিত। পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমে পড়েছে এনডিআরএফের টিম। এদিন এনডিআরএফের ইস্টার্ন রিজিয়নের কমান্ডার গুরমিন্দর সিং এই মর্মে জানিয়েছেন, আজ মধ্য়রাতে রেমাল ঝড়ের ল্যান্ডফল হতে পারে। আইএমডির সতর্কবার্তা অনুসারে ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে ১২০-১৩০ কিমি প্রতি ঘণ্টা। এখনও পর্যন্ত ১৪টি এনডিআরএফ টিমকে মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন-রাজকোট গেমিং পার্লারের ঘটনায় গুজরাট হাইকোর্টের স্বতঃপ্রণোদিত মামলা

আবহাওয়া দফতর সূত্রে খবর, এটা সুপার সাইক্লোন আমফানের মতো ভয়ানক হবে না। ইতিমধ্যেই দুর্গত এলাকাগুলি থেকে মানুষদের সাইক্লোনিক সেল্টারে স্থানান্তরিত করা হয়েছে। ১৪টি এনডিআরএফ টিমকে মোতায়েন করা হয়েছে। ২টি করে টিম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, একটি করে হাওড়া ও হুগলিতে টিম রাখা হচ্ছে। নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, সাগরের কিছু অংশে এনডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই মাইকিং চলছে। ভারত ও বাংলাদেশ দুটি এলাকাতেই এর প্রভাব ভালোই পড়বে।

আরও পড়ুন-শচীন্দ্রনাথের বিয়ে দিয়েছিলেন বিভূতিভূষণ

এনডিআরএফ জওয়ানরা এই পরিস্থিতিতে ত্রিপল, দড়ি সবকিছুই মজুত করছেন। জানা যাচ্ছে, শিলিগুড়ি থেকে শুরু করে উপকূলবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে এনডিআরএফ টিম।

Latest article