হিমন্ত বিশ্বাসঘাতক, বললেন প্রাক্তন আইপিএস অফিসার

অসমের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে সরাসরি বিশ্বাসঘাতকতার অভিযোগ আনলেন এক প্রাক্তন আইপিএস অফিসার।

Must read

প্রতিবেদন : অসমের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে সরাসরি বিশ্বাসঘাতকতার অভিযোগ আনলেন এক প্রাক্তন আইপিএস অফিসার। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রীর মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করেই চাকরি ছেড়েছিলেন তিনি। কিন্তু কথা রখেননি হিমন্ত। কী সেই প্রতিশ্রুতি? আসাম-মেঘালয় ক্যাডারে প্রাক্তন আইপিএস অফিসার আনন্দ মিশ্রর অভিযোগ, এবারের লোকসভা নির্বাচনে তাঁর নিজের রাজ্য বিহার থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিজেপি তাঁকে টিকিট দেবে বলে কথা দিয়েছিলেন হিমন্ত। সেই কথায় বিশ্বাস করেই চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। কিন্তু টিকিট দেওয়া তো দূরের কথা, বিজেপিতে নেওয়াও হয়নি তাঁকে। এভাবেই চরম বিশ্বাসঘাতকতা করেছেন অসমের গেরুয়া মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-নিউগিনিতে ধসে জীবন্ত সমাধি প্রায় ৩০০ জনের

শুধু তাই নয়, কোনও এক অজানা কারণে পদত্যাগের পরেই মণিপুর জাতিগত সহিংসতা সংক্রান্ত একটি মামলায় বিশেষ তদন্ত দলের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তাব করা হয় তাঁর নাম। প্রাক্তন আইপিএস অফিসারের তীব্র ক্ষোভের কারণ, শুধু বিশ্বাসঘাতকতা করেই থেমে থাকেননি হিমন্ত, তাঁর বিরুদ্ধে গেরুয়া প্রার্থীকে হারানোর জন্য কংগ্রেস এবং আরজেডির সঙ্গে চক্রান্তেরও অভিযোগ এনেছেন। গত ১৮ মে, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, বিহারে বিজেপির একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় দাবি করেন, নির্দল প্রার্থী আনন্দ মিশ্রকে পর্দার আড়াল থেকে কংগ্রেস এবং আরজেডি সমর্থন করছে বক্সারের বিজেপির প্রার্থী মিথিলেশ তিওয়ারির ভোট কাটতে। অসম মুখ্যমন্ত্রীর এই অভিযোগের জবাবেই তাঁর বিশ্বাসঘাতক রূপটা বেআব্রু করে দিলেন পদত্যাগী আইপিএস অফিসার।

Latest article