পুজোয় রাতভর মেট্রো-পরিষেবা

পুজোর ভিড় সামলাতে বিশেষ সার্ভিস চালু করছে মেট্রো। শুরুতে ৩০ সেপ্টেম্বর পঞ্চমী এবং ১ অক্টোবর ষষ্ঠীতে মেট্রো চলাচল শুরু হবে সকাল ৮টায়।

Must read

প্রতিবেদন : পুজোর ভিড় সামলাতে বিশেষ সার্ভিস চালু করছে মেট্রো। শুরুতে ৩০ সেপ্টেম্বর পঞ্চমী এবং ১ অক্টোবর ষষ্ঠীতে মেট্রো চলাচল শুরু হবে সকাল ৮টায়। চলবে মধ্যরাত পর্যন্ত। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে নর্থ-সাউথ করিডরে সারারাত চলবে মেট্রো। কবি সুভাষ, দমদম এবং দক্ষিণেশ্বরের মধ্যে বেলা ১টা থেকে ভোর ৫টা অবধি মিলবে ট্রেন।

আরও পড়ুন-টালা ব্রিজে ভারী যান চলবে না

দশমীতে বেলা ১টা থেকে রাত ১১টা পর্যন্ত। একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশীতে মেট্রো সার্ভিস পাওয়া যাবে সকাল ৬টা ৫০ মিনিট থেকে রাত ১০টা ৩৫ মিনিট পর্যন্ত। পুজোর শুরুতে পঞ্চমী এবং ষষ্ঠীতে মেট্রো চলাচল শুরু হবে সকাল ৮টায়। চলবে মধ্যরাত পর্যন্ত। মেট্রোরেল সূত্রে জানানো হয়েছে, পঞ্চমী এবং ষষ্ঠীতে আপ ও ডাউন মিলিয়ে চলবে মোট ১৪৪ জোড়া ট্রেন।

Latest article