সংবাদদাতা, আসানসোল : দুধের গাড়ির পর এবার ফলের গাড়িতে অবৈধ কয়লা (Coal Smuggling) পাচারের সময় পুলিশের বিশেষ নজরদারিতে ধরা পড়ল বস্তা বস্তা কয়লা। কয়েকদিন আগেই দুধের গাড়িতে কয়লা পাচারের ঘটনা প্রকাশ্যে আসার পরই এবার ফলের গাড়িতে কয়লা পাচারের (Coal Smuggling) ঘটনায় চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়। নাকা চেকিংয়ের সময় জামুড়িয়া থানার পুলিশ কন্টেনারটিকে আটক করে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার রাত্রে জামুড়িয়া থেকে রানিগঞ্জ যাওয়ার রাস্তায় বীজপুর সংলগ্ন এলাকায় নাকা চেকিং হচ্ছিল। তাতেই দরজা খুলতেই দেখা যায়, ভেতরে বস্তায় বোঝাই করা অবৈধ কয়লা। দুই ধৃত হল কলকাতার সুরজকুমার দাস ও জামুড়িয়ার বোগড়ার তারক মণ্ডল।