অনুরাধা রায়: নীল আকাশে সাদা মেঘের ভেলা। স্নিগ্ধ বাতাসে দুলছে কাশ। পালতোলা নৌকায় আসছেন মা দুর্গা। দূষণহীন এমনই শরতের দিন বলছে স্বাধীনতার ইতিহাস। এই নির্মল আনন্দ উপহার দিচ্ছে বেলঘাটা সরকার বাগান মিলন সঙ্ঘ। এবারে তাদের থিম ‘শারদ মূর্ছনা’। বিপ্লবের ইতিহাস লুকিয়ে রয়েছে এই ক্লাবের প্রতিটি ইট, কাঠ, পাঁজরে।
আরও পড়ুন-স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে আক্ষেপের অষ্টম বর্ষ পালন
পুজোর অন্যতম উদ্যোক্তা সুজিত ঘোষ জানালেন, স্বাধীনতার মন্ত্রে স্থানীয় যুবকদের দীক্ষিত করতে ১৯৪৫ সালে এলাকার বাসিন্দা বিপ্লবী সুরেন্দ্রমোহন কুন্ডু এবং পরেশচন্দ্র পাল এই পুজোর সূচনা করেন। তাঁরা ছিলেন বিপ্লবী বারীন ঘোষের ঘনিষ্ঠ। যুব সমাজকে একত্রিত করার লক্ষ্যে এই ক্লাবের নাম তাঁরা দেন ‘মিলন সঙ্ঘ’। স্বাধীনতার ৭৫ বছরে এই পুজো আমরা বিপ্লবীদের উৎসর্গ করছি। মণ্ডপের ঠিক সামনেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি।
আরও পড়ুন-বাড়ি থেকেই ড্রাইভিং লাইসেন্স
বিপ্লবী বারীন ঘোষ, সুরেন্দ্রমোহন কুণ্ডু এবং পরেশচন্দ্র পালের মূর্তি নিখুঁত হাতে গড়েছেন শিল্পী প্রবীর সাহা। তাঁর ভাবনায় অপরূপ সাজে সেজে উঠেছে প্রকৃতি। মণ্ডপে ব্যবহার করেননি কোনও রাসায়নিক রঙও। নেই প্লাস্টিক। পাটকাঠির ওপর তুলো, পাট দিয়ে তৈরি হয়েছে কাশের বন। আলোর মায়ায় ফুটে উঠেছে প্রকৃতির রং। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা গড়েছেন কুমারটুলির শিল্পী সৌমেন পাল। প্রকৃতির মায়ায় দশভুজা দর্শনের দিন গুনছেন শহরবাসী।