বাড়ি থেকেই ড্রাইভিং লাইসেন্স

Must read

প্রতিবেদন : ড্রাইভিং লাইসেন্সের (Driving License) জন্য বারবার আরটিও দফতরে ঘোরাঘুরির দিন শেষ। এবার থেকে বাড়িতে বসেই নির্ঝঞ্জাটে মিলবে দু’চাকা ও চার চাকা গাড়ির লাইসেন্স। বাড়িতে বসেই নিজের ড্রাইভিং লাইসেন্সের (Driving License) জন্য আবেদন থেকে শুরু করে লার্নার লাইসেন্সের পরীক্ষা সেরে ফেলতে পারবেন সাধারণ মানুষ। গত জুলাই থেকে সারা দেশ জুড়ে চালু হয়েছে এই নিয়ম। নতুন নিয়মে খুব সহজেই হাতে পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স। চূড়ান্ত পর্যায়ের ড্রাইভিং টেস্টের জন্য সারা দেশ জুড়ে বেশ কিছু সরকার অনুমোদিত ড্রাইভিং স্কুল খোলা হবে। রাজ্যের পরিবহণ দফতরের অধীনে কাজ করবে এই ড্রাইভিং স্কুলগুলি। সেই ড্রাইভিং স্কুলে পরীক্ষা দিলেই মিলবে লাইসেন্স। সেখানে পরীক্ষায় পাশ করলে একটি শংসাপত্র প্রদান করা হবে। সেই শংসাপত্রের ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে। এই পদক্ষেপের ফলে, এবার থেকে আর বারবার আরটিও-তে যেতে হবে না মানুষকে। রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রেই আধুনিক ব্যবস্থা কার্যকর করেছে। বিশেষ করে পরিষেবার ক্ষেত্রে। আরটিওতে যাতে আবেদনকারীকে সংকটে না পড়তে হয় তার জন্য এই ব্যবস্থা। খুব সহজেই মিলবে লাইসেন্স। এককথায় অভূতপূূর্ব সিদ্ধান্ত।

আরও পড়ুন-বিশ্বকর্মা নিয়ে বিজেপির মিথ্যাচার, পাল্টা জবাব দিল তৃণমূল কংগ্রেস

Latest article