প্রতিবেদন : অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: করোনার জন্য থমকে গিয়েছিল কাজ। এবার করোনার প্রকোপ কমতেই ফের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে দ্রুত শুরু হতে চলেছে ট্রমা কেয়ার ইউনিট তৈরির কাজ। এ বিষয়ে স্বাস্থ্যদফতর তৎপরতার সঙ্গে ট্রমাকেয়ার ইউনিট তৈরির কাজ শেষ করার জন্য নির্দেশও পাঠিয়েছে।
আরও পড়ুন :লক্ষ্মীর ভাণ্ডার স্বপ্ন দেখাচ্ছে পাহাড়ের মহিলাদের
দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তির চিকিৎসার জন্য এই বিভাগে থাকবে আধুনিক পরিষেবা। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিশেষ বিভাগ তৈরি হওয়ায় চিকিৎসার ক্ষেত্রেও সুবিধা হবে। এই কারণেই জেলার একমাত্র মেডিক্যাল কলেজে ট্রমা কেয়ার ইউনিট চালু করার ভাবনা। বিশেষ ইউনিটের জন্য জায়গা দেখা হয়েগিয়েছিল আগেই। এবার দ্রুত শুরু হবে কাজ। তবে বিশেষ বিভাগের কাজ সম্পন্ন হওয়ায় আগে রোগিদের সুবিধার জন্য চালু হয়ে যাবে পরিষেবা বলে জানিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ কৌশিক সমাজদার বলেন, ‘এই পরিষেবা চালু করতে উদ্যোগ নিয়েছি। পরিকল্পনা থাকলেও বেশকিছু কারণে এবং করোনা আবহে কাজ থমকে ছিল। এবার তৎপরতার সঙ্গে শুরু হচ্ছে কাজ।’