সংবাদদাতা, হুগলি : সেলিব্রেটি নয়, ভিআইপি কারওর সন্তানও নয়, খুশি একটি অনাথ শিশু। সোমবার তার অন্নপ্রাশনের আয়োজন করেন চুঁচুড়া সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। সাক্ষী থাকেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা অন্য রোগীরাও। এ বছর ২২ জুলাই চুঁচুড়া হাসপাতালে ডেঙ্গির উপসর্গ নিয়ে ভর্তি হন সিঙ্গুরের সুনীতা দেবী। সঙ্গে আসে সদ্যোজাত কন্যাসন্তান খুশি।
আরও পড়ুন-সংশোধনাগারে একগুচ্ছ নয়া ব্যবস্থা
শারীরিক ও মানসিক অসুস্থ সুনীতার দীর্ঘদিন চিকিৎসা চলছিল এখানে। এর মধ্যে তিনি নিখোঁজ হয়ে যান। হাসপাতালে ফেলে যান কন্যাকে। আদর করে শিশুটিকে কোলে তুলে নেন স্বাস্থ্যকর্মীরা। তাঁদের হাতেই বড় হয়ে উঠছিল খুশি। পালা করে দেখভাল করতেন নার্সরা। প্রায় তিন মাস একসঙ্গে থাকায় সবাই তার মায়ার বাঁধনে জড়িয়ে পড়েন। তাই ছয় মাস বয়সে আর পাঁচটা বাচ্চার মতো খুশিরও অন্নপ্রাশনে কোনও খামতি রাখেননি স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালের একটা বিভাগ সাজিয়ে তোলা হয় খুশির জন্মদিন উপলক্ষে। সেখানেই খুশির মুখে ভাত দেওয়া হয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী বুধবারই খুশিকে পাঠাতে হবে চাইল্ড হোমে। খুশি চলে যাবে ভেবে তাঁদের মনখারাপ।