সংশোধনাগারে একগুচ্ছ নয়া ব্যবস্থা

নয়া ব্যবস্থা হচ্ছে জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে। বন্দি আবাসিকদের জন্য ইন্টারকমের ব্যবস্থা করতে চলেছেন জেল কর্তৃপক্ষ।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : নয়া ব্যবস্থা হচ্ছে জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে। বন্দি আবাসিকদের জন্য ইন্টারকমের ব্যবস্থা করতে চলেছেন জেল কর্তৃপক্ষ। এক সপ্তাহের মধ্যে এই ব্যবস্থা চালু হয়ে যাবে বলে জানান কারা বিভাগের আইজি রাজেশ যাদব। এতদিন জেলের বাইরে দাঁড়িয়ে আবাসিকদের সঙ্গে কথা বলতে হত আত্মীয়স্বজনদের।

আরও পড়ুন-হাল ফিরলেও সংকটে গয়নাশিল্পীরা

এবার কাচের ঘর থেকে ইন্টারকমের মাধ্যমে কথা বলার সুযোগ পাবেন তাঁরা। আবাসিকদের সঙ্গে পরিবারের লোকজনদের দেখা করে কথা বলার জন্য অত্যাধুনিক ৫টি ইন্টারভিউ রুম বানানো হয়েছে। এর ফলে পাঁচ আবাসিকের আত্মীয়রা একসঙ্গে কথা বলতে পারবেন। জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে দেখা করতে এলে বসার জায়গার অভাব ছিল। এবার ভিজিটর রুমের ব্যবস্থাও হচ্ছে বলে জানা গিয়েছে জেল সূত্রে। মঙ্গলবার কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শনে এসে আবাসিকদের অভাব-অভিযোগের কথা শোনেন আইজি কারা। জেলে ১৯ জন শিশু রয়েছে। তাদের বিনোদনের জন্য দ্রুত বিশেষ ব্যবস্থা নেবেন জেল কর্তৃপক্ষ।

Latest article