প্রতিবেদন : বড় রাস্তার পাশেই আকাশছোঁয়া রাজপ্রাসাদ। একাধিক জানালা। অন্দরমহল থেকে বাইরের দৃশ্য দেখছেন কয়েকজন মহিলা। কিন্তু শহরতলির রাস্তায় এমন রাজপ্রাসাদ? এই প্রশ্ন জাগতেই মালুম হল এটি দুর্গাপুজোর মণ্ডপ। বরানগর নেতাজি কলোনির লোল্যান্ড সর্বজনীন দুর্গোৎসবের এবারের থিম ‘অন্দরমহল’।
আরও পড়ুন-রেলের গা-ছাড়া মনোভাব, প্রতিবাদে অবরোধে কুর্মিরা
রাজস্থানের রাজপ্রাসাদের আদলে তৈরি হচ্ছে এই মণ্ডপ। রাজপুত ঘরানার ছবি ফুটিয়ে তোলা হবে এই মণ্ডপে। মূল দরজা দিয়ে অন্দরমহলে প্রবেশ করলেই দেখা যাবে রাজস্থানী রঙিন মার্বেলের চোখধাঁধানো কারুকাজ। দেওয়ালে সুন্দর নকশা। মেঝেতে আলপনা। ফাইবার, প্লাস্টার অফ প্যারিস, রঙিন কাঁচ দিয়ে তৈরি হচ্ছে পুরো মণ্ডপটি। মণ্ডপে চারটি স্তর পেরিয়ে দর্শনার্থীরা মূল মণ্ডপে পৌঁছতে পারবেন। ৮৫ জন শিল্পী আড়াই মাস ধরে তৈরি করেছেন ২৮৭ ফুট লম্বা ৭৮ ফুট উচ্চতার ‘অন্দরমহল’।
আরও পড়ুন-খুশির অন্নপ্রাশন, আনন্দে মাতলেন স্বাস্থ্যকর্মীরা
নেতাজি কলোনির লোল্যান্ড পুজোর মাতৃপ্রতিমা সেজে উঠবেন সোনার গয়নায়। যা এবারও এই পুজোর বিশেষ আকর্ষণ। আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক। পুজো কমিটির প্রধান দিলীপনারায়ণ বসু বলেন, আমাদের পুজো দেখতে প্রতি বছরই বহু দর্শনার্থী আসেন। থিমের মধ্যেও আমরা সাবেকিয়ানা ধরে রাখার চেষ্টা করি। বাংলার দুর্গোৎসব ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে এই আনন্দ উদযাপনেই।