আমলা গড়ার প্রশিক্ষণ দিতে তিনটি মউ স্বাক্ষর

রাজ্য থেকে আরও বেশি করে আইএএস ও আইপিএস তৈরি করতে এই মুহূর্তে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে রাজ্য সরকারের এই সংস্থা।

Must read

প্রতিবেদন : পরিবর্তনের সরকার আসার পর রাজ্যের সরকারি অফিসারদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়েছিল মা মাটি মানুষের সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে গড়ে তোলা হয় অফিসার তৈরির প্রশিক্ষণ কেন্দ্র। আত্মপ্রকাশ করে নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট বা এনএসএটিআই। রাজ্য থেকে আরও বেশি করে আইএএস ও আইপিএস তৈরি করতে এই মুহূর্তে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে রাজ্য সরকারের এই সংস্থা।

আরও পড়ুন-বরানগরে রাজ অন্দরমহল ও নাচঘর

এছাড়া ডব্লুবিসিএস ও ডব্লুবিপিএস পরীক্ষার প্রস্তুতিতে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। প্রত্যেক বছর এখানে রাজ্যের বিভিন্ন ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নেওয়ার জন্য ভর্তিও হন। সেই সঙ্গে কর্মরত সরকারি অফিসারদের দক্ষতা বাড়াতেও কাজ করছে এই সংস্থা। এই লক্ষ্যে মঙ্গলবার তিন-তিনটি মউ স্বাক্ষর করল এনএসএটিআই। প্রশিক্ষণের কাজে আরও আধুনিক চিন্তাভাবনা আনতে তিনটি সংস্থার সঙ্গে চুক্তি করল তারা। কলকাতার ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিস অ্যান্ড রিসার্চ, শিলংয়ের মেঘালয় অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট এবং কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট।

আরও পড়ুন-রেলের গা-ছাড়া মনোভাব, প্রতিবাদে অবরোধে কুর্মিরা

মঙ্গলবার এক অনুষ্ঠানে এই তিনটি সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্য সরকারের প্রাক্তন মুখ্যসচিব ও নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট-এর ডাইরেক্টর জেনারেল আলাপন বন্দ্যোপাধ্যায়।

Latest article