প্রতিবেদন : শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। আর কয়েক দিনের অপেক্ষা। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। গত বছর করোনা মহামারির জন্য উৎসব ছিল জৌলুসহীন। এবার অবশ্য করোনা রাজ্যে অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু সতর্ক প্রশাসন। মহামামির প্রকোপ নতুন ভাবে যাতে না বাড়ে, তার জন্য একাধিক বিধি নিষেধ রাজ্যজুড়ে। এবার পুজোতেও তাই জারি থাকবে সেই বিধি। কারণ, আপনার জীবনের থেকে মূল্যবান আর কিছুই নয়। বুধবার নবান্নে পুজো নিয়ে একগুচ্ছ বিধি নির্দেশ জারি করা হল। এদিন নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানেই জেলা শাসকদের পুজো নিয়ে একাধিক নির্দেশ দেন তিনি। গাইডলাইন প্রকাশ করা হয়েছে। জেলা শাসকদের মাধ্যমে সেই গাইডলাইন সব পুজো কমিটিকে পাঠানো হবে।
আরও পড়ুন : গণেশ চতুর্থীর পূর্ণলগ্নে মনোনয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের
এবার পুজোয় কী কী বিধি মানতে হবে?
(১) প্রতিটি মণ্ডপ নিয়মিত স্যানিটাইজ করতে হবে।
(২) গতবারের মতোই তিনদিক খোলা মণ্ডপ তৈরি করতে হবে। যাতে দূর থেকেই প্রতিমা দর্শন করতে পারেন দর্শনার্থীরা।
(৩) ব্যারিকেড দিয়ে ভিড় নিয়ন্ত্রণ করতে হবে। •
(৪) মণ্ডপে ঢোকা বা বের হওয়ার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা পুজো কমিটিগুলিকে আগাম জানাতে হবে।
(৫) বাধ্যতামূলক মাস্ক। দর্শকরা মাস্ক না পরলে মণ্ডপে ঢুকতে পারবেন না।