ত্রিপল চুরি মামলায় শুভেন্দু ঘনিষ্ঠে বিরুদ্ধে হুলিয়া জারি আদালতের

Must read

প্রতিবেদন : রাজ্যের বিরোধী দলনেতা তথা অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিমাংশু মান্না ফেরার। তাই আইনিভাবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কাঁথি মহকুমা আদালত। হাজিরা না দেওয়ায় কাঁথি পুরসভার গোডাউন থেকে সরকারি ত্রিপল চুরির ঘটনায় অভিযুক্ত হিমাংশুর বিরুদ্ধে হুলিয়া জারি করল আদালত। ফলে এবার হুলিয়া জারি হওয়ায় যে কোনও সময়ে তাঁকে গ্রেফতার করতে পারবে পুলিশ। এমনকি, তার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে প্রশাসন, নির্দেশিকায় এমনটাই জানিয়েছে কাঁথি আদালত।

আরও পড়ুন :আপনি কি এবার পুজোয় ঠাকুর দেখতে চান? তাহলে মানতেই হবে এই নিয়ম

উল্লেখ্য, গত ২৯ মে কাঁথি পুরসভার ডরমিটরি থেকে চুরি যায় বেশকিছু ত্রিপল। এনিয়ে FIR দায়ের হয় গত ১জুন। অভিযোগ, শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারী ও হিমাংশু মান্না ত্রিপল চুরি করেছে। এরপর গত ১ জুলাই তাঁরা ভার্চুয়ারি আত্মসমর্পণ করার আবেদন জানান। সেই আবেদন খারিজ করে আদালত।

Latest article