আজ বৃহস্পতিবার ২২শে সেপ্টেম্বর থেকেই কলকাতার দুর্গাপুজো উদ্বোধন শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন শুরু করলেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দিয়ে। বিকেলে সেখানে উপস্থিত হয়ে এবারের দুর্গাপুজোর শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী৷ এদিন সেখানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, কৃষ্ণা চট্টোপাধ্যায়, ছিলেন সঙ্গীতশিল্পী শান ও নচিকেতা৷ উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বললেন, ‘তা হলে পুজো এবার শুরু হয়ে গেল৷’
আরও পড়ুন-পঞ্চায়েতে বিরোধীরা যত ইচ্ছে প্রার্থী দিক, হুগলির বৈঠকে অভিষেক
সুজিত বসুকে তিনি বলেন, ‘রাস্তা যেন বন্ধ না হয়৷ শেষ কালে রাস্তা বন্ধ হয়ে গেল, লোকে যেতে পারল না, ট্রেন ধরতে যেতে পারল না, এগুলো যেন না হয়৷’ পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গৌরব তুমি দেখে রাখবে, রাস্তা বন্ধ হলেই আমায় ফোন করবে৷’
আরও পড়ুন-ফয়দা তুলতে গিয়ে তাড়া খেলেন লকেট
প্রসঙ্গত প্রতি বছরই পুজোর সময় লেকটাউন-ভিআইপি এলাকায় মানুষের ভিড় শুরু হয়ে যায়। পুজোর কয়েকদিন আগে থেকেই এই চিত্র লক্ষ্য করা যায়৷ রাস্তায় চলাফেরা অসম্ভব হয়ে পড়ে৷ ভিআইপি রোড ও যশোহর রোড এর মতো দুটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে যাতে কোনওসমস্যা না হয় সে দিকে নজর রাখতেই নির্দেশ দেন মমতা৷