‘রাস্তা বন্ধ হলেই আমায় ফোন করবে’, শ্রীভূমির পুজো উদ্বোধন করে আজ সুজিত বসুকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Must read

আজ বৃহস্পতিবার ২২শে সেপ্টেম্বর থেকেই কলকাতার দুর্গাপুজো উদ্বোধন শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন শুরু করলেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দিয়ে। বিকেলে সেখানে উপস্থিত হয়ে এবারের দুর্গাপুজোর শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী৷ এদিন সেখানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, কৃষ্ণা চট্টোপাধ্যায়, ছিলেন সঙ্গীতশিল্পী শান ও নচিকেতা৷ উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বললেন, ‘তা হলে পুজো এবার শুরু হয়ে গেল৷’

আরও পড়ুন-পঞ্চায়েতে বিরোধীরা যত ইচ্ছে প্রার্থী দিক, হুগলির বৈঠকে অভিষেক

সুজিত বসুকে তিনি বলেন, ‘রাস্তা যেন বন্ধ না হয়৷ শেষ কালে রাস্তা বন্ধ হয়ে গেল, লোকে যেতে পারল না, ট্রেন ধরতে যেতে পারল না, এগুলো যেন না হয়৷’ পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গৌরব তুমি দেখে রাখবে, রাস্তা বন্ধ হলেই আমায় ফোন করবে৷’

আরও পড়ুন-ফয়দা তুলতে গিয়ে তাড়া খেলেন লকেট

প্রসঙ্গত প্রতি বছরই পুজোর সময় লেকটাউন-ভিআইপি এলাকায় মানুষের ভিড় শুরু হয়ে যায়। পুজোর কয়েকদিন আগে থেকেই এই চিত্র লক্ষ্য করা যায়৷ রাস্তায় চলাফেরা অসম্ভব হয়ে পড়ে৷ ভিআইপি রোড ও যশোহর রোড এর মতো দুটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে যাতে কোনওসমস্যা না হয় সে দিকে নজর রাখতেই নির্দেশ দেন মমতা৷

Latest article