প্রতিবেদন : দলে গণতন্ত্র নেই। আছে একনায়কতন্ত্র। তার বিরুদ্ধেই জেহাদ। এজন্য ফরওয়ার্ড ব্লক (Forward block) ছাড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি। তিনি দলের প্রাথমিক সদস্য পদ থেকে শুরু করে যেসব কমিটিতে ছিলেন সেখন থেকেও পদত্যাগ করেছেন। ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
আরও পড়ুন-নবরাত্রি
ওই পদত্যাগপত্রে তিনি বলেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মন্ত্রে দীক্ষিত এই দল এখন দিশাহীন। আলাপ-আলোচনা ছাড়াই দল চলছে। গত দেড় বছর ধরে মানসিক যন্ত্রণা ভোগ করছি এজন্য। তাই চরম সিদ্ধান্ত নিলাম। পদত্যাগপত্রে সাইরানি লিখেছেন, আদর্শকে সামনে রেখে রাজনীতি করব। এজন্য ২০০৬ সালে শিক্ষকতার পদ থেকে সেচ্ছা অবসর নিয়েছি। প্রয়াত অশোক ঘোষ ও চিত্ত বসু আমাদের কাছে আদর্শ ছিলেন। তাঁদের দেখে রাজনীতিতে এসেছি। সাইরানি বলেন, এ কোন আদর্শের দল। তাই দেড় বছরের মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে ইস্তফা দিলাম। আমি এখন মুক্ত। তবে পদত্যাগ করলেও রাজনীতিতে থাকবেন, এমনই ইঙ্গিত দিলেন। কোন দল? তৃণমূল কংগ্রেস, কংগ্রেস নাকি সিপিএম? সাইরানি বলেছেন, সময়ই সবকিছু বলবে।