৬২ লাখ রেশন কার্ড বাতিল খাদ্য দফতরের

তবে সমস্ত কার্ড একেবারে বাতিল করা হয়নি। পদ্ধতিগত কারণে কোনও কার্ড বাতিল হলে তা পুনরায় চালু করার সংস্থান থাকছে।

Must read

প্রতিবেদন : রাজ্য সরকার আরও ৬২ লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল করেছে। ভুয়ো রেশন কার্ড সংক্রান্ত প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বিধানসভায় একথা জানিয়েছেন। তিনি বলেন, অস্তিত্বহীন, মৃত ও নকল মিলিয়ে ৬২ লক্ষ ২৪ হাজারের বেশি রেশন কার্ড ব্লক করা হয়েছে। ধারাবাহিকভাবে রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া চলবে।

আরও পড়ুন-ফব ছাড়লেন হাফিজ সাইরানি

তবে সমস্ত কার্ড একেবারে বাতিল করা হয়নি। পদ্ধতিগত কারণে কোনও কার্ড বাতিল হলে তা পুনরায় চালু করার সংস্থান থাকছে। এছাড়া সাম্প্রতিক কালে আরও ৬৬ লক্ষ নতুন রেশন কার্ড দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।
সূত্রের খবর, প্রায় দেড় কোটি ভুয়ো রেশন কার্ডের কথা জানতে পেরেছে খাদ্য দফতর। আর তার ফলে রাজ্য সরকারের ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে বছরে প্রায় ১৮০০ কোটি টাকা। এই বিপুল অঙ্কের ভুয়ো কার্ডের কথা জানাতে পেরেই নড়েচড়ে বসেছিল খাদ্য দফতর। তার পরেই কার্ড ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মার্চের মধ্যেই সব ভুয়ো কার্ড ব্লক করবে রাজ্য সরকার।

আরও পড়ুন-নবরাত্রি

ইতিমধ্যেই অস্তিত্বহীন, মৃত এবং নকল মিলিয়ে ৯৩ লক্ষেরও বেশি ডিজিটাল রেশন কার্ড ব্লক করা হয়েছে। ফলে প্রতি মাসে খাদ্যশস্য খাতে সরকারের সাশ্রয় হচ্ছে ৯০ কোটি টাকারও বেশি। আগামী মার্চ মাসের মধ্যে সব ভুয়ো রেশন কার্ড ব্লক করা হলে সাশ্রয় আরও বেশি পরিমাণ হবে বলেই মনে করছেন খাদ্য দফতরের কর্তারা। তাঁদের মতে, সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হলে মাসিক সাশ্রয়ের পরিমাণ বেড়ে দাঁড়াবে ১৫০ কোটি টাকা।

Latest article