পুজোয় বৃষ্টি নয়

কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। দিনের ও রাতের তাপমাত্রা আগামী তিন থেকে চারদিনে খুব একটা পরিবর্তন হবে না।

Must read

প্রতিবেদন : রাজ্যে আপাতত আর কোনও নিম্নচাপের সম্ভাবনা নেই। তাই পুজোয় ভারীবৃষ্টির সম্ভাবনা কম। পুজোর আগে এই সুখবর দিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কয়েক দফা ভারী ও বাকি সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। রবিবার মহালয়ার দিন অবশ্য বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন-৬২ লাখ রেশন কার্ড বাতিল খাদ্য দফতরের

তবে সেই বৃষ্টি ভারী আকারের হবে না। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবারও শরতের আকাশ ছিল আংশিক মেঘলা। তবে বিক্ষিপ্ত ভাবে কোনও কোনও জেলাতে হালকা বৃষ্টি হয়েছে। বাতাসে আর্দ্রতার জন্য সারাদিনই ছিল গরম। দিনের তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি। রাতের তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯২ শতাংশ। দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই। বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছু রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। দিনের ও রাতের তাপমাত্রা আগামী তিন থেকে চারদিনে খুব একটা পরিবর্তন হবে না।

Latest article