প্রতিবেদন : কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক করল ভারত সরকার। সে দেশে ক্রমবর্ধমান বিদ্বেষমূলক অপরাধ, হিংসা, বিচ্ছিন্নতাবাদ এবং ভারত-বিরোধী কার্যকলাপ বৃদ্ধির প্রেক্ষিতে সে দেশে থাকা ভারতীয় পড়ুয়া ও অন্যান্য ভারতীয় নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে এবং সজাগ থাকতে পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক।
আরও পড়ুন-অবৈধ নিয়োগ বিজেপি রাজ্যে, চাকরি খোয়ালেন ২২৮ জন
শুক্রবার এক বিবৃতিতে বিদেশমন্ত্রক বলেছে, সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে কানাডার সরকারের কাছে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সঙ্গে এই সমস্ত ঘটনার দ্রুত তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। বিদেশ মন্ত্রক আরও বলেছে, এখনও পর্যন্ত এই সব অপরাধীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেয়নি কানাডা। এ ধরনের ঘটনা বাড়তে থাকায় কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিক ও পড়ুয়া এবং যাঁরা ভ্রমণের জন্য কানাডা যাচ্ছেন তাঁরা খুবই উদ্বিগ্ন। এজন্য তাঁদের পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করতে এবং সজাগ থাকতে বলা হচ্ছে।