অবৈধ নিয়োগ বিজেপি রাজ্যে, চাকরি খোয়ালেন ২২৮ জন

জানা গিয়েছে, ২২৮ জনের মধ্যে ১৫০ জনের নিয়োগ হয়েছিল ২০১৬ সালে। ৬ জনের নিয়োগ হয়েছিল ২০২০ সালে। ৭২ জনকে নিয়োগ করা হয়েছিল ২০২১ সালে

Must read

প্রতিবেদন : অবৈধভাবে নিয়োগের কারণে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে চাকরি গেল ২২৮ জনের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। চাকরি খোয়ানো এই কর্মীরা সকলেই উত্তরাখণ্ড বিধানসভার সচিবালয়ে কর্মরত ছিলেন। নিয়মবহির্ভূতভাবে নিয়োগের অভিযোগে এঁদের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন স্পিকার রীতা খান্ডুরি। জানা গিয়েছে, ২২৮ জনের মধ্যে ১৫০ জনের নিয়োগ হয়েছিল ২০১৬ সালে। ৬ জনের নিয়োগ হয়েছিল ২০২০ সালে। ৭২ জনকে নিয়োগ করা হয়েছিল ২০২১ সালে।

আরও পড়ুন-২৫০ টি পুজো কমিটির সহযোগিতায় দৃষ্টিহীনদের জন্য বিশেষ পুজো পরিক্রমা ও ব্রেইল ডিসপ্লে স্ট্যান্ড চালু

শুক্রবার এই ২২৮ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন স্পিকার। উল্লেখ্য, কয়েক মাস আগেই উত্তরাখণ্ড বিধানসভায় বেআইনি নিয়োগের অভিযোগ উঠেছিল। অবৈধ নিয়োগের অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের এক বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করেন স্পিকার। ওই কমিটি তদন্ত করে বৃহস্পতিবার রাতে রিপোর্ট জমা দেন স্পিকারের কাছে। কমিটি তার রিপোর্টে জানিয়েছে, ওই ২২৮ জনকে বেআইনি ও নিয়মবহির্ভূতভাবে চাকরি দেওয়া হয়েছে। তার পরেই এদিন স্পিকার তাঁদের নিয়োগ বাতিল করে দেন। স্পিকারের এই সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিতে হবে রাজ্য সরকারকে। সেইমতো শুক্রবার দুপুরে উত্তরাখণ্ড সরকারের কাছে সংশ্লিষ্ট ফাইলও পাঠিয়ে দিয়েছেন স্পিকার রীতা খান্ডুরি।

Latest article