সংবাদদাতা, সাগর : রবিবার ভোরে মহালয়ার তর্পণ। গত দু’বছর করোনা অতিমারির জন্য গঙ্গাসাগরে (Gangasagar- Tarpan) সেভাবে ভিড় হয়নি। এবছর লক্ষাধিক পুণ্যার্থী ভিড় জমাবে বলে প্রশাসনের অনুমান। ভিড়ের কথা মাথায় রেখে পরিকাঠামোগত সমস্ত ব্যবস্থা করে রাখছে সাগর ব্লক প্রশাসন। অতিরিক্ত পুণ্যার্থীর জন্য সাগরমেলার মাঠে পানীয় জল, ভ্রাম্যমাণ শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। এ-ছাড়া সাগরতট পরিচ্ছন্ন রাখার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে কর্মী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার জন্য পুলিশ, সিভিক ভলান্টিয়ারের পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীরাও থাকবে। বিডিও সুদীপ্ত মণ্ডল শনিবার ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। জানালেন, ‘এবছর মহালয়ায় (Gangasagar- Tarpan) ভিড় বাড়বে। শনিবার থেকে পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন। সেজন্য পানীয় জল, শৌচাগার গড়ে তোলা হয়েছে। কচুবেড়িয়াতেও একইরকম ব্যবস্থা থাকবে। ভিড়ের জন্য লট নং আট থেকে অতিরিক্ত ভেসেল চালানো হবে।’
আরও পড়ুন-সময়ের অপেক্ষা, আগামিকাল রাজ্যজুড়ে ২০০টিরও বেশি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী