সময়ের অপেক্ষা, আগামিকাল রাজ্যজুড়ে ২০০টিরও বেশি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Must read

রবিবার, মহালয়ায় দিন জেলায় জেলায় পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে খবর, রবিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ চেতলা অগ্রণীর পুজো উদ্বোদনের পর, সেখান থেকেই রাজ্যজুড়ে ২০০টিরও বেশি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে প্রস্তুত সেইসব জেলার পুজো উদ্যোক্তরা।

পুজো উদ্বোধনের সময় যাতে পুজো উদ্যোক্তা, জনপ্রতিনিধি এবং জেলার প্রশাসনের আধিকারিকরা মণ্ডপে উপস্থিত থাকেন সে বিষয়ে বিশেষ নির্দেশ দিয়েছে নবান্ন। পাশাপাশি সেই সময় প্রত্যেকটি মণ্ডপে যাতে ঢাকি-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ২৫০ টি পুজো কমিটির সহযোগিতায় দৃষ্টিহীনদের জন্য বিশেষ পুজো পরিক্রমা ও ব্রেইল ডিসপ্লে স্ট্যান্ড চালু

রাজ্যের প্রায় ২৩০টিরও বেশি মণ্ডপ মহালয়ার দিন সন্দেয় ভার্চুয়াল উদ্বোধন করবেন মমতা (Mamata Banerjee)। ওইদিন চেতলা অগ্রণী থেকে ভার্চুয়াল উদ্বোধন করলেও সোমবার থেকে কলকাতার একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। চতুর্থী পর্যন্তই তাঁর এই কর্মসূচি চলবে বলে নবান্ন সূত্রে খবর।

Latest article