বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা সংসদ

উচ্চমাধ্যমিক পুরনো নিয়মে

Must read

প্রতিবেদন : অতিমারি পরিস্থিতি কেটে যাওয়ায় চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র হবে পুরনো ধাঁচে। প্রশ্নপত্রের ধরন ও বিন্যাস সম্পর্কে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) তাদের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দিয়েছে। সংসদের তরফে জানানো হয়েছে অবজেক্টিভ, মাল্টিপল চয়েস ও ব্যাখ্যামূলক প্রশ্ন মিলিয়ে ২০২০ সালের আগের ধাঁচেই চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্রশ্নমালা সাজানো হবে। ২০২১ সালে করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা না নেওয়া ও ২০২২ অর্থাৎ চলতি বছরে সিলেবাস কমিয়ে আনা হয়েছিল। তার সঙ্গে বদল করা হয়েছিল প্রশ্নপত্রের ধরনেও। এবারও প্রত্যেক বিষয়ের প্রশ্ন পত্রের বেশিরভাগ থাকবে সংক্ষিপ্ত ও মাল্টিপল চয়েস ধরনের প্রশ্ন। পাশাপাশি ফিরিয়ে আনা হচ্ছে প্রজেক্ট ওয়ার্কও। কোনও কোনও বিষয়ে ২০ আবার কোনও কোনও বিষয়ে ৩০ নম্বরের প্রজেক্ট ওয়ার্ক থাকছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘অন্য সব ক্ষেত্রের মতো শিক্ষা ক্ষেত্রও করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে। অতিমারির দুবছর দেশের সব বোর্ডই সংক্ষিপ্ত সিলেবাসে বিশেষ ভাবে পরীক্ষা নিয়েছে। কিন্তু এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তাই অন্যান্য বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরাও পুরনো নিয়মে ফিরে যাচ্ছি।’ ২০২৩-এর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৪ মার্চ থেকে। শেষ হবে ২৭ মার্চ। ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে পরীক্ষার প্রস্তুতি শুরু হয়েছে। পুজোর ছুটি শেষ হলেই সংসদের আধিকারিকরা জেলায় গিয়ে পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখবেন। তবে পরীক্ষার ধরন করোনা-পূর্ব পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যপারে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষামহল।

আরও পড়ুন-কেন্দ্রের প্রতিশ্রুতিই সার, পাশে সেই রাজ্য সরকার

Latest article