কেন্দ্রের প্রতিশ্রুতিই সার, পাশে সেই রাজ্য সরকার

মল্লারপুরে আদিবাসীদের পাশে শতাব্দী

Must read

সংবাদদাতা, রামপুরহাট : গত ৯ অগাস্ট এক ভয়াবহ পথদুর্ঘটনায় মল্লারপুরের কাছে কাষ্টগড়া পঞ্চায়েতের পারকান্দি গ্রামের নজন আদিবাসী মারা যান। এই মর্মান্তিক ঘটনায় প্রধানমন্ত্রী টুইট করে দুঃখপ্রকাশের পাশাপাশি, মৃতের পরিবারের হাতে দু লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। যদিও আজও তাঁরা একটা টাকাও পাননি। বিপরীতে রাজ্য সরকার সমব্যথী প্রকল্পে দু লক্ষ টাকা দুর্ঘটনার দু দিনের মধ্যেই দিয়েছে। সাংসদ শতাব্দী রায় (TMC MP Shatabdi Roy) সাংবাদিকদের জানালেন, ‘বিরোধীদের বলুন, কেন্দ্র সরকার বলেও এরকম একটা বেদনাদায়ক ঘটনায় সাহায্য দেয় না। রাজ্য দিয়েছে। তাহলে কারা মানুষের পাশে, সেটা জিজ্ঞেস করুন।’

আরও পড়ুন-এই প্রথম চা-শ্রমিকদের পে স্লিপ, পরিচয়পত্র, শিশুদের ক্রেশ

শনিবার পুজোর মুখে শোকাহত পরিবারের লোকজন কেমন আছেন খোঁজ নিতে আসেন সাংসদ (TMC MP Shatabdi Roy)। তাঁদের খাবার ও পোশাক দেন। পারকান্দির রূপালি টুডুকে জানান, জানুয়ারি মাসে তিনি আদিবাসীদের বাদনা পরবে একটা দিন ওঁদের সঙ্গে থাকতে চান। তাঁর ইচ্ছের কথা শুনে খুব খুশি রূপালি। সাংসদ বলেন, দেখুন অমিত শাহরা ভোটের সময় দলিতদের বাড়িতে খান। আর খোঁজ নেন না। আমি সুখে-দুঃখে সারাবছর পাশে থাকি। তাঁর সঙ্গে ছিলেন উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, সুনীল সোরেন প্রমুখ। শতাব্দীর এলাকা উন্নয়ন তহবিল থেকে রামপুরহাট বিধানসভার ১নং ব্লকের খরুন অঞ্চলের কামদেবপুর গ্রামে নবনির্মিত ঘাটের উদ্বোধন হয়।

আরও পড়ুন-সময়ের অপেক্ষা, আগামিকাল রাজ্যজুড়ে ২০০টিরও বেশি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Latest article