ইডি সারদা মামলায় বিশেষ CBI আদালত থেকে জামিন পেলেন কুণাল ঘোষ।
বৃহস্পতিবার শুনানির পর এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন বিচারক।
সারদা মামলায় ইডি কুণাল ঘোষের ভূমিকা তদন্ত করেছে ২০১৩ সালের অক্টোবর থেকে।
২০১৫ সালে ইডি ১৪ ব্যক্তি ও ৭ কোম্পানির বিরুদ্ধে চার্জশিট দেয়। তাতে কুণালের নাম ছিল না।
হঠাৎই কয়েকদিন আগে অতিরিক্ত চার্জশিট হিসেবে কুণাল ও তাঁর কোম্পানির নাম দেয় ইডি।
আরওপড়ুন- মাস পেরোনোর আগেই ‘‘লক্ষ্মীর ভাণ্ডার’’ প্রকল্পে এক কোটিরও বেশি মহিলার আবেদন
এরপর নাটকীয় ঘটনা।
নিয়মমত আদালত সমন জারির নির্দেশ দিলেও কুণাল তখনও সমন হাতে পাননি।
ইডি ২০সেপ্টেম্বর কুণালকে আদালতে হাজির থাকার সমন তৈরি করে। সেটি কুণালের কাছে যাওয়ার কথা।
ইডির এই প্রস্তুতির খবর পেয়ে মঙ্গলবার কুণাল নিজেই সশরীরে ইডি অফিসে চলে যান।
সই করে সমন ও চার্জশিটের কপি তুলে নেন।
এরপর বৃহস্পতিবার পূর্বনির্ধারিত ২০ তারিখের আগেই সিবিআই বিশেষ আদালতে উপস্থিত হন তিনি।
তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী কুণালের জামিনের আবেদন করেন। বুধবার তার নোটিস দেওয়া ছিল ইডিকেও।
বৃহস্পতিবার এ নিয়ে সওয়ালজবাব হয়।
কুণালের আইনজীবী অয়ন বলেন, আট বছর পর একাধিক ভিত্তিহীন অভিযোগ দিয়ে সাজানো হয়েছে চার্জশিট। ধারাগুলিও আমার মক্কেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সিবিআই মামলায় জামিন হয়ে আছে। ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র বলেন, কুণাল প্রভাবশালী। বাইরে থাকলে তদন্ত প্রভাবিত করবেন। তবে কুণালের ক্ষেত্রে তদন্ত শেষ। নতুন কিছু নেই। অয়ন চক্রবর্তী বলেন,” কুণাল আগাগোড়া তদন্তে সহযোগিতা করেছেন। আজও নির্ধারিত তারিখের আগে কোর্টে এসে উপস্থিত। ফলে অসহযোগিতার কথা খাটে না।”
আরও পড়ুন- “কন্যাশ্রীর সাহায্যে আমার গ্রামে আমি প্রথম কন্যাশ্রীর ২৫ হাজার টাকা পেয়ে কলেজে ভর্তি হয়েছি”
এরপর বিচারক অনুপম মুখোপাধ্যায় কুড়ি হাজার টাকার বন্ডে কুণালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। তবে তদন্তকারী ডাকলেই সহযোগিতার শর্তে। অবশ্য, কুণালের চলাফেরা নিয়ে নিষেধাজ্ঞার শর্ত নেই।